ক্রমশ বেড়েই চলেছে বেকারত্ব, আগস্টেই কাজ হারাল ১৫ লক্ষ মানুষ
বেস্ট কলকাতা নিউজ : অগুনতি মানুষ দেশে কাজ হারিয়েছেন অতিমারী পরিস্থিতিতে। গত দেড় দু’ বছরে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ের সঙ্গে যুক্ত কর্মীরা কাজ হারিয়েছেন আশঙ্কাজনক হারে।কিন্তু কাজ ফিরে পেয়েছেন সেই তুলনায় নগণ্য অংশই। তবু পরিস্থিতি কিছুটা শুধরেছিল জুলাই মাসে। আগস্টে দেশের ১৫ লক্ষ মানুষ ফের কাজ হারিয়েছেন।সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি এই সংক্রান্ত পরিসংখ্যান তৈরি করে। তারা জানিয়েছে, জুলাই মাসে ভারতে চাকরিরত ছিলেন ৩৯৯.৩৮ মিলিয়ন বা প্রায় ৩৯ কোটি ৯৩ লক্ষ। আগস্টেই সেই পরিসংখ্যান এসে দাঁড়িয়েছে ৩৯৭.৭৮ মিলিয়ন বা ৩৯ কোটি ৭৭ লক্ষতে ।
এদিকেও বেশ হতাশাজনক শতাংশের হিসেবও। জুলাইয়ে বেকারত্বের হার ছিল ৬.৯৫ শতাংশ। আগস্টে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৮.৩২ শতাংশ। এর মধ্যে শহর এবং গ্রামের পরিসংখ্যান আলাদা আলাদা। শহরের বেকারত্বের হার ১.৫ শতাংশ বেড়েছে । গ্রামাঞ্চলে সেই হার বেড়েছে ১.৩ শতাংশ।করোনার দ্বিতীয় ঢেউয়ের পর অবশ্য বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল গ্রামাঞ্চলই। শহরাঞ্চলের বেসরকারি চাকুরেরা যতটা কর্মজীবনে ফিরে যেতে পেরেছিলেন, গ্রামে তা হয়নি। তবে নতুন পরিসংখ্যানে কিছুটা উন্নতি হয়েছে গ্রামীণ কর্মস্থলের।