ক্রমশ শীত পড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে এমনকি সবজীর দাম
শিলিগুড়ি : ডিসেম্বর মাসে সবজীর দাম একেবারেই আকাশছোয়া। সবজী কিনতে গিয়ে নাজেহাল সাধারন মানুষ। যেকোন সবজী কেজী প্রতি বেড়েছে দশ টাকা থেকে পনেরো টাকা। শিলিগুড়ির প্রধান সব বাজারেই সবজীর দাম আকাশছোয়া। হাত দেওয়া যাচ্ছে না সবজীতে জানিয়েছেন বাজার করতে আসা অনেক সাধারন মানুষ। শীতের সবজী এই সময় সস্তায় পাওয়া যায় বলে জানিয়েছেন অনেকেই, তার মধ্যে এই বছরে এত দাম সবজীর কেন সেটা নিয়ে জিঞ্জাসা করছেন অনেক ব্যক্তি। বাজার করতে এসে মটরশুটি এবং বাধাকপি কিনতে গিয়ে পকেট ফাকা হয়ে গেছে আমাদের। টমেটোর দামও অনেকটাই বেশী বলে অভিযোগ তাদের। স্থানীয় সবজীর বাজারেও সবজীর দাম ধরা যাচ্ছে না। শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি এবং কোচবিহারেও সবজীর দাম প্রচণ্ডভাবে বেড়ে গেছে। কেন এত দাম বেড়ে গেছে জিঞ্জাসা করায় সবজী বিক্রেতারা জানিয়েছেন বৃষ্টির কারনে সবজীর দাম বেড়ে গেছে। তবে বৃষ্টির দাপট কমে গেলে অনেকটাই কমে যাবে সবজীর দাম। তবে বিয়ের মরশুমে এত সবজীর দাম বেড়ে যাওয়ায় সমস্যায় বিয়ে বাড়ির মানুষও।কবে কমবে দাম এই আশাতেই আছেন অনেকে এমনকি গোটা শিলিগুড়ি শহরের মানুষও।