ক্ষতিপূরণ না-দেওয়ায় কলকাতার নামী হাসপাতালকে সাসপেন্ড করলো স্বাস্থ্য কমিশন
বেস্ট কলকাতা নিউজ : রোগীর চিকিৎসায় গাফিলতি ও ক্ষতিপূরণ না-দেওয়ার অভিযোগে বড় পদক্ষেপ নিলো রাজ্য স্বাস্থ্য কমিশন । তারা আপাতত কসবার জেনেসিস হাসপাতালের লাইসেন্স বাতিল করার নির্দেশ দিয়েছে। কমিশনের তরফ থেকে জানা গেছে নতুন করে আর কোনও রোগী ভর্তি করতে পারবে না হাসপাতালটি ৷ যদিও বর্তমানে ভর্তি রোগীদের চিকিৎসা চালিয়ে যাওয়ার অনুমতি মিলেছে স্বাস্থ্য কমিশনের তরফে । প্রায় ১১ মাস আগে রোগীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ না-মানার অভিযোগ রয়েছে এই হাসপাতালের বিরুদ্ধে ৷ আর এরপরেই স্বাস্থ্য কমিশনের তরফে শাস্তির খাড়া নেমে এল হাসপাতালটির উপর ৷

মূলত ২০২৪ সালের ডিসেম্বর মাসে এক রোগীর পরিবারের পক্ষ থেকে জেনেসিস হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । অভিযোগ ছিল, রোগীর চিকিৎসায় গাফিলতি এবং অযৌক্তিকভাবে চিকিৎসার বিল বাড়ানো হয়েছে হাসপাতালের তরফে । সেই অভিযোগের স্বাস্থ্য কমিশনের সামনে শুনানিতে হাসপাতালের পক্ষ থেকে কেউ হাজির হয়নি । পরে স্বাস্থ্য কমিশনের নির্দেশে হাসপাতালকে ওই রোগী পরিবারকে ৩ লক্ষ ৬৮ হাজার ৮৮৯ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয় । কিন্তু দীর্ঘ ১১ মাস কেটে গেলেও সেই টাকা এখনও দেওয়া হয়নি বলে অভিযোগ রোগীর পরিবারের।
এদিকে রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বারবার মেল করেছি, ফোন করেছি, কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি । হাসপাতালের পক্ষ থেকে কেউ শুনানিতে উপস্থিত হয়নি । হাসপাতালের মালিক চিকিৎসক পূর্ণেন্দু রায়ের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছি ৷ তবে উনি ফোন ধরেননি । তাই ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেসকে বলা হয়েছে জেনেসিস হাসপাতালের লাইসেন্স বাতিলের ব্যবস্থা নিতে ।” তবে এ বিষয়ে এখনও পর্যন্ত হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

