CBI কর্তাদের ঘুম ছুটেছে কুন্তলের ‘কারসাজিতে’ , অবশেষে গুগলকে ইমেল পর্ষদের নকল ওয়েবসাইট সম্পর্কে জানতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের খবরের শিরোনামে কুন্তল ঘোষ । সূত্রের খবর, ফের কুন্তল ঘোষের ভুয়ো ওয়েবসাইটের খোঁজ মিলেছে। সিবিআই সেই ওয়েবসাইটের খোঁজ পেয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, অযোগ্যদের প্রাপ্ত নম্বর বাড়িয়ে দেখানোর জন্য একটি নয়, দু’টি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেন কুন্তল ঘোষ। সূত্রের খবর, সেই ওয়েবসাইটের ডোমেন কার নামে, কে তৈরি করেছিলেন সেটি, জানতে চেয়ে গুগলের সঙ্গে যোগাযোগ করেছে সিবিআই। ইমেল মারফত এ সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। সূত্রের খবর, এই ওয়েবসাইটকে কাজে লাগিয়ে নম্বর বাড়িয়ে দেখানো হতো। শুধু তাই নয় এর আগে ইডি সূত্রেও জানা গিয়েছিল, এই ভুয়ো ওয়েবসাইটকে কাজে লাগিয়ে কুন্তল চাকরিপ্রার্থীদের বোঝাতেন, তাঁরা কৃতকার্য পরীক্ষায়। এরপর ফেলা হত ‘রেট চার্ট’। কত টাকা দিলে চাকরি পাকা, তা জানানো হতো বলে সূত্রের খবর।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে ইডির হাতে কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর। কুন্তল ঘোষের বিরুদ্ধে সরাসরি টাকা নিয়ে চাকরি দেওয়ারও অভিযোগ রয়েছে। এই নিয়োগদুর্নীতি কাণ্ডে তদন্তকারীরা তাঁকে ‘মিডলম্যান’ হিসাবে মনে করছেন। কুন্তল চাকরি বিক্রির কালো টাকা সাদা করতে ব্যবহার করতেন এনজিও, সিনেমা প্রযোজনায়, গোয়েন্দাদের তদন্তে এমনটাই উঠে এসেছে।

সূত্রের খবর, ভুয়ো ওয়েবসাইট তৈরির লক্ষ্য ছিল কুন্তলের ,যা দেখতে হুবহু প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটের মতোই ।এদিকে যাঁরা টাকা দিয়েছিলেন , তাঁরা জানতে চাইতেন ‘পর্ষদের’ ওয়েবসাইটে তাঁদের নাম উঠল কি না বা নম্বর বাড়ল কি না। সেই সময় এই ভুয়ো ওয়েবসাইটগুলি দেখানো হতো। প্রথমে তদন্তকারীরা একটি ওয়েবসাইটের তথ্য জানতে পারে। পরে আরও একটি ওয়েবসাইটের তথ্য পেলেন তদন্তকারীরা। যেহেতু এই ওয়েবসাইটটি দেখা যেত সার্চ ইঞ্জিন গুগলের মাধ্যমে, তাই এবার সিবিআই তদন্তে গুগলের সাহায্য নিতে চলেছে। ডোমেন কার নামে, কেনা নাকি তা ভাড়ায় নেওয়া বিস্তারিত জানতে চায় সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *