গণেশোৎসবের মাঝেই করুন বিষাদের সুর ! মুম্বইয়ে ‘অবৈধ’ বহুতল ধসে চরম মর্মান্তিক মৃত্যু হল ১৫ জনের
বেস্ট কলকাতা নিউজ : গণেশ উৎসবের মাঝেই বহুতল ভেঙে দুর্ঘটনা ঘটে গেলো মহারাষ্ট্রে ৷ যান গেছে বুধবার রাতে পালঘরের ভাসাইয়ের নারাঙ্গি রোডের কাছে অবস্থিত বহুতলের একাংশ ভেঙে পড়ে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে ৷ গতকাল বুধবার রাত ১২ টা ৫ মিনিট নাগাদ মুম্বই সংলগ্ন পালঘরের ভিরার এলাকার বিজয় নগরে ওই বহুতলটি ভেঙে পড়ে বলে আধিকারিকরা জানান ৷ জানা গেছে প্রায় ৫০ টি ফ্ল্যাট ছিল ওই বহুতলটিতে ৷ তার মধ্যে চারতলা রমাবাই অ্যাপার্টমেন্টটি ধসে পড়ে বলে আধিকারিকরা জানিয়েছেন । প্রত্যক্ষদর্শীদের মতে, চারতলায় এক বছরের এক মেয়ের জন্মদিনের অনুষ্ঠান চলছিল ৷ সেই সময় ভবনের একটি অংশে থাকা ১২ টি ফ্ল্যাট ধসে পড়ে ৷ যার ফলে ধ্বংসস্তূপের নিচে বাসিন্দা এবং অতিথিরা সকলে আটকে পড়েন ।
এদিকে পালঘর জেলার ভিরার এলাকায় এই বহুতল ধসের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের তরফে আশঙ্কা প্রকাশ করা হয় ৷ এই ঘটনায় পালঘরের জেলা কালেক্টর ডঃ ইন্দু রানি জাখর বৃহস্পতিবার সকালে নিশ্চিত করে বলেন যে, “এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে । ঘটনার সময় যে মেয়েটির জন্মদিন পালন করা হচ্ছিল তারও মৃত্যু হয়েছে ৷ তবে আরও কেউ ধব্বংসস্তূপে আটকে রয়েছেন কিনা তা জানতে উদ্ধার কাজ অব্যাহত থাকবে ৷ কাজ প্রায় সম্পূর্ণ ৷ তবে ধ্বংসস্তূপ পরিষ্কারের অভিযান শেষ করার আগে আমরা পুরোপুরি নিশ্চিত হতে চাই ৷”

ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তির বক্তব্য : প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিয়েছেন ৷ যেখানে আনন্দের মুহূর্ত কয়েক সেকেন্ডের মধ্যে বিশৃঙ্খলায় পরিণত হয়েছিল । ঘটনায় বেঁচে যাওয়া এক ব্যক্তির কথায়, “জন্মদিনের পার্টির সময় লোকেরা নাচছিল এবং উদযাপন করছিল ৷ হঠাৎ করে পুরো কাঠামোটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে ৷” পরবর্তী ঘটনাটি বিশৃঙ্খলা এবং আতঙ্কে পরিণত হয় ৷ লোকেরা চিৎকার করে বহুতল নির্মাতার বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছিল ।বাসিন্দারা দাবি করেছেন যে, ভবন ধসের আগের ঘটনার মতো যেখানে ফাটল বা কাঠামোগত দুর্বলতা আগে থেকেই দেখা গিয়েছিল ৷ তারপরেও এখানে কোনও সতর্কতার চিহ্নমাত্র ছিল না ।
কাঠগড়ায় উঠলো বহুতল কর্তৃপক্ষ : হঠাৎ ধসের ফলে ভবনের নিরাপত্তা এবং এলাকায় অনুমোদন ছাড়া নির্মাণ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে ।স্থানীয়রা নির্মাতা এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে অলসতা এবং অবহেলার অভিযোগ করেছেন ৷ অনেকে যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কীভাবে অন-নুমোদিত কাঠামোতে এত বাসিন্দাকে থাকার অনুমতি দেওয়া হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন ।ভিভিএমসি অভিযোগ দায়ের করার পর বুধবার পুলিশ নির্মাতাকে গ্রেফতার করেছে । এদিকে প্রাথমিক তথ্য অনুযায়ী, বহুতলটি ১৫ বছরের পুরনো ৷ ২০১২ সালে নির্মিত হয় ৷ একই সঙ্গে এর আগে পুরসভা বাড়িটিকে নোটিশও দিয়েছিল । এই ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে । জানা গিয়েছে, এই বাড়িটিতে ২৫ থেকে ৩০ টি পরিবার বাস করত।