গাড়িতে কন্টেনারের ধাক্কা দ্বিতীয় হুগলি সেতুতে, মৃত্যু হল ১ জনের
বেস্ট কলকাতা নিউজ : একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও একজন ব্যক্তি।আরও ৮ জন আহত হয়েছেন এই দুর্ঘটনায়। জানা গেছে শনিবার সকাল ৫.১০ মিনিট নাগাদ বেশ কয়েকটি লরি কর দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল টোল প্লাজায়। সেই মুহূর্তে কলকাতা থেকে হাওড়ার অভিমুখে যাওয়ার সময় মালবোঝাই একটি কন্টেনার সেখানে দাঁড়িয়ে থাকা একটি লরি এবং অন্য একটি কন্টেনারে ধাক্কা মারে। লরিতে হাল্কা ধাক্কা লাগলেও, মালবোঝাই কন্টেনারটি সরাসরি ধাক্কা মারে অন্য কন্টেনারে।
সেই ধাক্কায় অন্য কন্টেনারটি গিয়ে ধাক্কা মারে একটি ট্যাক্সি এবং প্রাইভেট গাড়িতে। সবক’টি গাড়িই টোল প্লাজায় দাঁড়িয়ে ছিল কর দেওয়ার জন্য। পুলিশ সূত্রের খবর, মালবোঝাই কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়েছিল যান্ত্রিক গোলযোগের জন্যই। ওই প্রাইভেট গাড়িতে চেপে তাজপুর বেড়াতে যাচ্ছিলেন ১০ জন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন হরিসদন কর নামে ষাটোর্ধ এক ব্যক্তি। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সংজ্ঞাহীন অবস্থায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিত্সকরা। পুলিস সূত্রে খবর, তিনি অন্ডালের বাসিন্দা। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট এর সৃষ্টি হয় সেতুতে।