ডায়মন্ডহারবারে উদ্ধার হল ঝোপে ফেলে যাওয়া কন্যাসন্তানের মৃতদেহ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিশ্বের দরবারে কন্যাশ্রী আজ সকলের মন কাড়লেও আজও বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়ে গিয়েছে আমাদের সমাজে ছড়িয়ে পড়া পুরোনো শিকড়। ফের এক অমানবিক ঘটনার সাক্ষী রইল কোনও গ্রামগঞ্জ নয়, দক্ষিণ শহরতলির ডায়মন্ডহারবার। বৃষ্টি ভেজা শীতের রাতে তোয়ালে মুড়ে স্টেশন লাগোয়া ঝোপে রেখে যাওয়া হল একরত্তি কন্যাসন্তানকে। সকালে পুলিশ শিশুকন্যাকে উদ্ধার করে স্থানীয়দের চোখে পড়ার পর। কিন্তু প্রাণহীন দেহ। পুলিশের প্রাথমিক ধারণা, ওই শিশুকন্যার মৃত্যু হয়েছে ঝড়জল আর প্রচণ্ড শীতে।

মঙ্গলবার কয়েকজন বাসিন্দা তোয়ালে জড়ানো কিছু পড়ে থাকে দেখে ডায়মন্ডহারবার স্টেশন লাগোয়া একটি ঝোপে। ডায়মন্ডহারবার রেলপুলিশকে এমনকি খবর দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসে। তোয়ালে সরিয়ে দেখে মৃত অবস্থায় পড়ে রয়েছে কয়েক মাসের কন্যাসন্তান। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য ৷

স্থানীয় বাসিন্দা ও পুলিশের আনুমান,কন্যাসন্তান জন্মানোর জন্য গতকাল রাতে কন্যাসন্তানকে ডায়মন্ডহারবার স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের কাছে ঝোপে রেখে গিয়েছিল কোনও নির্মম হৃদয়ের পরিবার। কয়েকমাসের ওই শিশুটি রাতের ঠান্ডা সহ্য করতে পারেনি। শিশুটির মৃত্যু হয়েছে প্রবল শীতের জেরেই। ইতিমধ্যেই রেল পুলিশ খোঁজ চালাচ্ছে শিশুটির পরিবারেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *