ঘন কুয়াশাছন্ন শহর কলকাতা, ক্রমশ ফিরছে ঠাণ্ডার আমেজ! – এমনটাই জানাল আবহাওয়া দফতর
বেস্ট কলকাতা নিউজ : বুধবারের মতোই ও শহর কলকাতা ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে বৃহস্পতিবারও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর , শহর তথা রাজ্যে এহেন কুয়াশার চিত্র দেখা যাবে সারাদিনই। তবে কুয়াশা কেটে যাবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন কলকাতার সর্বাধিক তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, ‘প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে কলকাতার তাপমাত্রা। এখনই সেভাবে ঠান্ডা পড়বে না সেই কারণেই । তবে রাতের তাপমাত্রা কমবে খুব ধীরে ধীরেই ।’জানা গিয়েছে, পারদ পতন হবে আগামী ১১ ডিসেম্বরের পর থেকেই । এদিকে ভূতত্ত্ববিদ সুজীব করও জানিয়েছেন, শীতের তীব্রতা অনেকটা বেশি থাকবে এ বছর। কিন্তু, শহর তথা রাজ্যে বৃষ্টি নামবে মাঝেমধ্যেই। তাঁর দাবি, নিম্নচাপ তৈরি হতে পারে আবারও। সেক্ষেত্রে কিছুদিন ঠান্ডার আমেজ ফিকে হবে বলেই দাবি করেছেন বিশেষজ্ঞরা ।