জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে এবার পথে নেমে আন্দোলনে সামিল হল ন্যায়বিচার মঞ্চ তথা “ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের” সদস্যরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : আর.জি.কর. হাসপাতালে ঠিক এক বছর আগে ডাক্তার অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় সারা ভারতবর্ষের সমাজ ও রাজ্য রাজনীতি আলোড়িত হয়েছে । দিকে দিকে দেখা গিয়েছে এই নৃশংস ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ । কিন্তু সেই প্রতিবাদকারীদের একটি অংশ “ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের” বিরুদ্ধে এবার সরাসরি দুর্নীতির অভিযোগ এনে পথে নামলো “ন্যায়বিচার মঞ্চ” তথা “ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের” সদস্যরা । মঞ্চের সভাপতি ও কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য আর.জি.কর হাসপাতালে ডাক্তার অভয়ার ঘটনা সমগ্র মানবজাতির কাছে লজ্জার, কিন্তু এই হত্যাকে কেন্দ্র করে আন্দোলনের নামে যারা ক্রাউন্ড ফান্ডিং করে নিজেদের আখের গুছিয়েছে এবং আন্দোলনকে পথভ্রষ্ট করেছে তাদের অপরাধ কোন অংশে কম নয় ।

আজ থেকে এক বছর আগে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের সাথে দেখা করে এবং মেইল করে আন্দোলন চলার সময় আমরা তাদের আর্থিক ভাবে স্বচ্ছ থাকতে আবেদন করেছিলাম । কিন্তু সেদিকে তারা কর্ণপাত করেনি কারণ শুরু থেকেই তারা চেয়েছিল আন্দোলনের নামে টাকা কামাতে । আর সেই জন্যই ওরা আন্দোলন চলার সময় হাসপাতালে ডিউটি না করে বহু অসহায় দরিদ্র মানুষকে চিকিৎসার অভাবে প্রাণ হারাতে বাধ্য করেছে কিন্তু নিজেদের প্রাইভেট প্র্যাকটিস জারি রেখেছিল । কোন অনুষ্ঠানের নামে তোলাবাজি করে টাকা কামাতে পাড়ার গুণ্ডা মস্তানদের দেখা যায় কিন্তু ডাক্তার হয়ে আরেক ডাক্তারের মৃত্যুকে নিয়ে কেউ যখন টাকা উপার্জন করে তখন বোধ হয় সমগ্র মানবজাতিকে লজ্জায় মুখ ঢাকতে হয় ।

মঞ্চের সভাপতি ও কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামী আরো জানান একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যমে দেখলাম জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা প্রায় চার কোটি টাকা আন্দোলনের নামে ক্রাউড ফান্ডিং করে তুলেছে । কিন্তু তারমধ্যে খরচ হওয়া প্রায় দেড় কোটি টাকার কোন সঠিক বিল নেই । বাকি প্রায় আড়াই কোটি টাকা এখন কোথায় আছে সেই টাকারও কোন হদিস নেই । শুধু তাই নয় শিল্পী অসিত সাই যে অভয়ার মূর্তি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বানিয়েছেন সেই শিল্পীর নামেও ভুয়ো বিল বানানো হয়েছে । আমাদের স্থির বিশ্বাস এই অসৎ ডাক্তাররাই আগামী দিনে কিডনি পাচার, অঙ্গ পাচার বা ওষুধের জাল চক্র চালানোর মত সামাজিক অপরাধে জড়িয়ে পড়বেন । কে বলতে পারে হয়তো অভয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রেও এরা জড়িত ছিল । পরে নিজেদের অপরাধ আড়াল করতেই আন্দোলনকারীর ভেক ধরে নিজেদের অপরাধ গোপন করছে ।

এদিকে ন্যায় বিচার মঞ্চের ওপর সদস্য অনামিকা মন্ডল এবং স্বপন দাস আরোও বলেন আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সি.ভি.আনন্দ বোস, আইনমন্ত্রী মলয় ঘটক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত ডেপুটেশন জমা দিয়েছি । এরপর প্রয়োজন পড়লে আমরা আইনি প্রক্রিয়ায় এবং পথে নেমে জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ব । মঞ্চের সদস্যা গীতাঞ্জলি সেন এও বলেন চন্দ্রচূড় বাবুর নেতৃত্বে ন্যায়বিচার মঞ্চের সদস্যরা আর.জি.কর. হাসপাতাল ক্যাম্পাসে প্রতিবাদী আন্দোলন শুরু করলেও আগামী দিনে সারা ভারতবর্ষে এই প্রতিবাদী আন্দোলন ছড়িয়ে পড়বে বলে আমাদের বিশ্বাস ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *