ঝড় শেষ করে দিয়েছে ওদের সবকিছু, সেই এলাকায় গিয়ে দুস্থদের পাশে দাড়ালেন ডাক্তার শীর্ষেন্দু পাল
নিজস্ব সংবাদদাতা : ঝড়ে শেষ করে দিয়েছে সবকিছু, ময়নাগুড়ির বার্নিশে ঝড়ে নষ্ট হয়ে গিয়েছে ঘরবাড়ি, একেবারেই সহায় সম্বলহীন হয়ে পড়েছেন সাধারন মানুষ, সেখানে গিয়ে একেবারে বিনামুল্যে এক চিকিৎসা শিবির করে আসলেন ডাক্তার শীর্ষেন্দু পাল। সেখানে গিয়ে বিনা মুল্যে বিভিন্ন শারীরিক পরিক্ষা করলেন দুস্থদের মধ্যে। জানালেন এই সব এলাকা জুড়ে একেবারেই সাধারন মানুষ বসবাস করেন, যাদের আয় সামান্য হলেও প্রত্যেকেই যথেষ্ট পরিশ্রমী এবং সৎ। কয়েক ঘন্টার ঝড়ে নষ্ট হয়ে গিয়েছে এদের সবকিছু। এদের পাশে দাড়ানো দরকার। শরীর যদি ঠিক না থাকে তবে কিভাবে এরা কাজ করতে পারবে? কিভাবে এরা নিজের পরিবারের মানুষের জন্য উপার্জন করতে পারবে? আমি নিজে যতটা পারলাম করে গেলাম, আবার আসব এদের পাশে দাড়িয়ে এদের জন্য কিছু করতে চেষ্টা করব।
তিনি আরোও জানান এই এলাকায় যেসব মানুষ বাস করেন সহজ সরল এবং অতি সাধারন মানুষ। এদের সব চলে গিয়েছে ঝড়ে। আমি এখানে এসে বুঝতে পারলাম কি ভয়ানক অবস্থা এদের। একদিনের সাহায্যে এদের কিছুই ঠিক হবে না। তাই আমি ঠিক করেছি আমি আবার আসব। এই অসহায় মানুষগুলোর পাশে দাড়নোর জন্য। নিজেরা যদি সুস্থ না থাকে কিভাবে নিজের সন্তানদের দেখবে? আমি নিজে যতটা পারলাম করে গেলাম। আবার আসব আমি। জানিয়ে দিলেন “গরীবের বন্ধু ” ডাক্তার শীর্ষেন্দু পাল।