ডোমিসাইল সার্টিফিকেট পেতে রোজ জমা পড়ছে গড়ে ৮০টি আবেদন, পুরসভার কাউন্টারেও দীর্ঘ লাইন
বেস্ট কলকাতা নিউজ : এসআইআর পর্বে ডোমিসাইল সার্টিফিকেট এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেওয়ার হিড়িক পড়েছে। কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে এই সার্টিফিকেটের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। ডোমিসাইল সার্টিফিকেটের আবেদনগুলি নিয়মিত পাঠিয়ে দেওয়া হচ্ছে কলকাতা কালেক্টরেটের অফিসে। রোজ গড়ে অন্তত ৮০টি ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন জমা পড়ছে বলে খবর। এই সার্টিফিকেট পেতে কোথায় আবেদন করতে হবে, কী কী নথিপত্র লাগবে—এসব তথ্য জানিয়ে একটি বার্তা মেয়রের অফিসের তরফে কাউন্সিলারদের পাঠানো হয়েছে। তাঁদের কাছে কোনও নাগরিক এ সংক্রান্ত সমস্যা নিয়ে এলে সহজেই তাঁরা সমাধানের পথ বাতলে দিতে পারবেন। যদিও এসআইআরের জন্য ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন অনেক বেড়ে গিয়েছে বলে মানতে নারাজ কলকাতা কালেক্টরেট কর্তৃপক্ষ।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেছেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পুরসভা থেকে দেওয়া হবে। ডোমিসাইল সার্টিফিকেটের জন্যও আবেদন করা যাবে পুরসভাতেই। এতদিন পর্যন্ত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সহ শিক্ষা এবং চাকরিতে প্রয়োজনীয় অন্যান্য শংসাপত্র টাউন হল থেকে দেওয়া হত। বর্তমান পরিস্থিতিতে আম জনতার সুবিধার কথা মাথায় রেখেই ধর্মতলায় পুরসভার কেন্দ্রীয় ভবনে নতুন কাউন্টার খোলা হয়েছে। ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন সেখানেই করা যাচ্ছে। এছাড়া, পুরসভার বরো অফিস এবং বাংলা সহায়তা কেন্দ্রে এই সার্টিফিকেটগুলির জন্য আবেদন নেওয়া হচ্ছে। পুরসভার এক কর্তা বলেন, ‘রেসিডেন্সিয়াল ও ডোমিসাইল সার্টিফিকেট প্রায় একরকম জিনিস। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পুরসভা ইস্যু করে। আর ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করে কলকাতা কালেক্টরেট। এই শংসাপত্র পেতে গেলে কোনও জয়াগায় অন্তত ১৫ বছর বসবাস বাধ্যতামূলক। সেই সংক্রান্ত প্রমাণপত্র জমা দিতে হয়।

