তালিকা থেকে জীবিত ভোটারের নাম মুছল কমিশন ! SIR নিয়ে দুশ্চিন্তায় মালদার ভ্যানচালক
বেস্ট কলকাতা নিউজ : চব্বিশের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন ৷ কিন্তু এক বছর পরেই ভোটার তালিকায় তিনি মৃত ৷ তালিকা থেকে তাঁর নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে ৷ সেখানে লেখা রয়েছে ‘ডিলিটেড’ ৷ অথচ দিব্যি বেঁচেবর্তে রয়েছেন তিনি ৷ কাজকর্মও করছেন ৷ কিন্তু দেড় বছর আগে যিনি প্রয়াত হয়েছেন, সেই বাবার নাম তালিকায় এখনও বহাল তবিয়তে রয়ে গিয়েছে ৷ যখন রাজ্যে এসআইআর লাগু হয়ে গিয়েছে, তখন ভোটার তালিকা থেকে এভাবে নিজের নাম মুছে যাওয়ায় প্রবল দুশ্চিন্তায় পড়েছেন শ্যামল দাস ৷ এনিয়ে তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন ৷ কিন্তু এখনও পর্যন্ত কমিশনের তরফে তাঁকে কিছু জানানো হয়নি ৷ এই পরিস্থিতিতে হতাশায় ভুগছেন তিনি ৷

৫১ বছর বয়সি শ্যামল দাসের বাড়ি মালদা জেলার চাঁচল ১ নম্বর ব্লকের থানাপাড়ায় ৷ পেশায় ভ্যানচালক তিনি ৷ ১৮ বছর বয়সের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে অংশ নিয়েছেন তিনি ৷ কোনও সমস্যা হয়নি ৷ কিন্তু ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন চালুর মুখে তিনি জানতে পারেন, তাঁর নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে ৷ এর জন্য তিনি সরকারি আধিকারিকদের দায়িত্বহীনতাকেই দায়ী করেছেন ৷
শ্যামল দাস আরোও বলেন, “৩ -৪ দিন আগে পাড়ারই একজন আমাকে জানায়, ভোটার তালিকা থেকে আমার নাম নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে ৷ আমি চব্বিশেও ভোট দিয়েছি ৷ তখন কোনও সমস্যা হয়নি ৷ অথচ এ’বছর আমার নাম তালিকায় নেই ৷ কেন এমন হল আমি বলতে পারব না ৷ আমার বাবা কিছুদিন আগে মারা গিয়েছেন ৷ হয়তো বাবার নাম কাটতে গিয়ে তালিকা থেকে আমার নাম কেটে দেওয়া হয়েছে ৷ সরকারি কর্মীদের ভুলের কারণেই এই ঘটনা ঘটেছে ৷ এনিয়ে অনলাইনে আমি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি ৷ আমি চাই আমার নাম তালিকায় ফের তুলে দেওয়া হোক ৷”

