তৃণমূল প্রায় ৫০ হাজার ভোটে জয়ী নৈহাটি বিধানসভা কেন্দ্রে , প্রবল সবুজ-ঝড় এমনকি বাকি ৫ কেন্দ্রেও!

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আরজি কর কাণ্ডের পর প্রথম কোনও নির্বাচনের ফল ঘোষণা। ৬ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা শনিবার। উপনির্বাচনের গণনার শুরু থেকে ৬ কেন্দ্রেই এগিয়ে তৃণমূলের প্রার্থীরা। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী রাজ্যের শাসক দল তৃণমূল। আরজি কর কাণ্ডের কোনও প্রভাব ভোটের ফলে পড়বে না বলেই মনে করছেন শাসক দলের নেতারা। অন্যদিকে, মানুষ যেখানে ভোট দিতে পেরেছেন তাঁরা বিজেপির হাত শক্ত করতে চাইবেন বলে বিশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

মাদারিহাট, সিতাই, নৈহাটি, হাড়োয়া, তালডাংরা এবং মেদিনীপুর কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা আজ। একমাত্র মাদারিহাট ছাড়া বাকি পাঁচটি কেন্দ্রই গতবার অর্থাৎ একুশের বিধানসভা নির্বাচনে দখলে রেখেছিল তৃণমূল। স্বাভাবিকভাবেই এবারের উপ নির্বাচনের ফলের দিকে তাকিয়ে শাসক থেকে বিরোধীরা।

এদিকে, ভোটের ফল প্রকাশের আগের দিন অর্থাৎ গতকাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছেন, উপনির্বাচনের ৬টি আসনেই তৃণমূল জিতবে। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভরসা রাখছেন জনতা-জনার্দনের ওপর। তাঁর দাবি, যেখানে মানুষ ভোট দিতে পেরেছেন সেখানেই বিজেপির ওপরেই তাঁরা আস্থা রাখবেন। এবারের উপ নির্বাচনে বাম-কংগ্রেসের মধ্যে সমঝোতা হয়নি। তাই বিরাট প্রত্যাশা না থাকলেও, দল হিসেবে কে কতটা ভোট বাড়াতে পারে সেদিকে লক্ষ্য রয়েছে বাম-কংগ্রেসের নেতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *