দক্ষিন আফ্রিকা টেষ্ট দলে উপযুক্ত মনে করা হল না তাকে, এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন পাপালি
নিজস্ব সংবাদদাতা : এখনো টেষ্ট দলের অটোমেটিক চয়েস। তবুও তিনি ব্রাত্য। দলে জায়গা তো দুরের কথা মনেই করা হয় না তার কথা। তাই আপাতত ত্রিপুরাকেই নিয়ে ভাবতে চান পাপালি। দক্ষিন আফ্রিকা টেষ্ট দলে জায়গা হয় নি তার, মন খারাপ হলেও একেবারেই ভেঙে পড়েন নি পাপালি।লড়াই চালিয়ে যাচ্ছেন। বয়স হলেও এখনো ঝাপ দিয়ে ক্যাচ ধরবার ক্ষিপ্রতা আছে তার মধ্যে বলে জানালেন তিনি। ভারতীয় দলে সূযোগ না পেয়ে হতাশ নই আমি। এখন শুধুমাত্র আমার ভাবনায় শুধুমাত্র ক্রিকেট আর ক্রিকেট। তাই আমি শুধুমাত্র ক্রিকেট খেলে যেতে চাই বলে জানালেন পাপালি। আমি জানি আমি একজন ক্রিকেটার এবং আমাকে লড়াই করে জীততে হবে আমাকে। তাই আপাতত ক্রিকেট এবং প্রাকটিস এইভাবেই চলছি আমি। তবে আমার বিশ্বাস আমি একদিন ফিরবই। আমি একজন ক্রিকেটার আমার দায়িত্ব ক্রিকেট খেলা। আমি ক্রিকেট খেলেই যাব।জানালেন আত্মবিশ্বাসী ঋদ্বিমান সাহা।