দিল্লি কালকা মেলের নতুন নামকরণ হবে ‘নেতাজি এক্সপ্রেস ‘
বেস্ট কলকাতা নিউজ : ব্রিটিশ আমলের এক ঐতিহ্যবাহী ট্রেন ‘হাওড়া দিল্লি কালকা মেল’। সেই ব্রিটিশ আমলেই যার জন্ম হয়েছিল । একসময় কালকা মেলই ছিল একরাতের মধ্যে দিল্লি পৌঁছনোর দ্রুতগামী ট্রেন। কলকাতা থেকে দিল্লি যেতে কে চড়েননি এই ট্রেনে! একসময়ে ড. বিধানচন্দ্র রায়ও এই ট্রেনে চড়েই দিল্লি যেতেন। এমনকী প্রাক্তন রাজ্যপাল পদ্মজা নাইডুও কালকা মেলে বিদায় নিয়েছিলেন। সেই কালকা মেল্ ২৩ জানুয়ারি থেকে হবে যার নামকরণ করা হবে “নেতাজি এক্সপ্রেস,” নামে। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল।
প্রসঙ্গত ,আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে নেতাজির ১২৫ তম জন্মদিবস।কেন্দ্রে এবং রাজ্যে নানান অনুষ্ঠান হবে এই দিনটিকে কেন্দ্র করেই । ওইদিনই নেতাজি এক্সপ্রেস চলবে হাওড়া-দিল্লি-কালকার মধ্যে। রেলমন্ত্রী আরো জানালেন, ১৯৪১ সালে এলগিন রোডের বাড়ি থেকে পালানোর সময়ে নেতাজি দিল্লি গিয়েছিলেন এই কালকা মেল ধরেই। তাই এই পরিবর্তিত নামকরণ।