দিল্লি হাইকোর্ট প্রশ্ন তুললো ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ আমদানিতে শুল্ক নিয়ে
বেস্ট কলকাতা নিউজ : সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে দিল্লি হাই কোর্ট প্রশ্ন করেছে যে কেন চড়া আমদানি শুল্ক নেওয়া হচ্ছে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস রোগের ওষুধের উপর।এবং দিল্লি হাইকোর্ট এই ব্যাপারে ব্ল্যাক ফাঙ্গাস রোগের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধের ওপর থেকে সব রকমের আবগারি শুল্ক ও আমদানি শুল্ক তুলে নিতেপরামর্শ দিয়েছে এমনকি কেন্দ্রীয় সরকারকেও। কারণ হিসেবে হাই কোর্ট বলেছে যে জীবনদায়ী এই রোগের ওষুধ, তাই শুল্ক তুলে নেওয়া শ্রেয়।
তারা আরো বলেছেন,”এই ওষুধ কাজে লাগে ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত অনেক মানুষের জীবন বাঁচাতে । তাই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি যেন কেন্দ্র ভেবে দেখুক এই রোগের ওষুধের ওপর থেকে সব রকমের শুল্ক তুলে নেওয়ার কথা, কারণ ইতিমধ্যেইএই ওষুধের ঘাটতি রয়েছে ।” এমনটাই জানিয়েছে দিল্লী হাই কোর্ট। কেন্দ্রীয় সরকারের কৌশলী কীর্তিমান সিং এই বিষয় জানিয়েছেন যে হাইকোর্টের এই মতামত জানিয়ে দেওয়া হবে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স ও অর্থ মন্ত্রকের সচিবকেএবং দ্রুত পদক্ষেপ করা হবে এই ব্যাপারে।