দিল্লির আশ্রমে মহিলাদের শ্লীলতাহানি, দেশের রাজধানীতে ফেরার হল অভিযুক্ত ধর্মগুরু
বেস্ট কলকাতা নিউজ : দিল্লির অভিজাত বসন্ত কুঞ্জ এলাকায় একটি আশ্রমে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক ধর্মগুরুর বিরুদ্ধে । এনিয়ে মুখ খুলেছেন অন্তত ১৭ জন নির্যাতিতা। কাঠগড়ায় খোদ আশ্রমের প্রধান। এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দায়ের হয়েছে এমনকি এফআইআর। আবার বিপদ বুঝে ইতিমধ্যে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ধর্মগুরু চৈত্যনানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথী। তিনি বর্তমানে কোথায়? পুলিশ জানিয়েছেন, শেষবার আগ্রায় স্বামী চৈত্যনানন্দের অবস্থান জানা গিয়েছে। যে আশ্রমে মহিলাদের যৌন হেনস্থার ঘটনা ঘটেছে সেটি ঐতিহ্যবাহী শ্রী শ্রীঙ্গেরী মঠের অন্তর্গত। অভিযুক্ত স্বামী চৈত্যনানন্দকে দিল্লির আশ্রমের ডিরেক্টর পদ থেকে সরিয়ে দিয়েছে তারা।

শ্রী সারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের ডিরেক্টর ছিলেন স্বামী চৈত্যনানন্দ। আর্থিকভাবে দুর্বল (ইডব্লুএস) ক্যাটেগরির অন্তর্গত স্কলারশিপে পোস্ট-গ্র্যাজুয়েন্ট ম্যানেজমেন্ট ডিপ্লমা পড়ুয়াদের যৌন শোষণের অভিযোগ উঠেছে চৈত্যনানন্দের বিরুদ্ধে। এই কোর্সে পাঠরত ৩২ জন পড়ুয়ার মধ্যে অন্তত ১৭ জন ছাত্রী পুলিশের কাছে নিজেদের বক্তব্য জানিয়েছেন বলে খবর। নির্যাতিতাদের অভিযোগ, প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারীরও এই কুকর্মে জড়িত। চৈত্যনানন্দের লালশা চরিতার্থ করার জন্য তারা ছাত্রীদের বাধ্য করতেন।
তদন্তে নেমে পুলিশ ইনস্টিটিউটের বেসমেন্ট থেকে একটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে। তাতে বিদেশি দূতাবাসের নাম্বার প্লেট লাগানো ছিল। পরীক্ষা করে দেখা যায়, গাড়িতে লাগানো নাম্বার প্লেটটি ভুয়ো। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ। অভিযুক্তের সন্ধানে একাধিক দল গঠন করেছে পুলিশ।