দুধিয়ায় সম্পূর্ণ হল বিকল্প হিউম পাইপ ব্রিজের নির্মাণকাজ , স্বাভাবিক হল যান চলাচল
দার্জিলিং : দার্জিলিং জেলার দুধিয়ায় অবশেষে সম্পূর্ণ হল বহু প্রতীক্ষিত বিকল্প হিউম পাইপ ব্রিজের নির্মাণকাজ। অবশেষে এই সেতুর উপর দিয়ে ফের স্বাভাবিকভাবে চলবে যানবাহন, যা দার্জিলিং, মিরিক ও শিলিগুড়ির সংযোগ পুনরুদ্ধারে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।মোট ৪৬৮ মিটার দীর্ঘ এই সেতুতে রয়েছে ৭২ মিটার লম্বা হিউম পাইপ কজওয়ে, যার প্রস্থ ৮ মিটার। ১২০০ মিমি ব্যাসের ১৩২টি হিউম পাইপ ব্যবহার করে মাত্র ১৬ দিনের মধ্যে শেষ হয়েছে নির্মাণকাজ — যা রাজ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (PWD)-এর দ্রুত উদ্যোগের উদাহরণ হিসেবে ধরা হচ্ছে।উল্লেখ্য, ১৯৬৫ সালে তৈরি পুরনো সেতুটি দীর্ঘ ব্যবহারে দুর্বল হয়ে পড়ায় রাজ্য সরকার ইতিমধ্যেই ₹৫৪ কোটি টাকার ব্যয়ে একটি নতুন আধুনিক সেতু নির্মাণের কাজ শুরু করেছে। সেই কাজ চলাকালীন এই বিকল্প সেতুটি স্থানীয়দের যাতায়াতের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।



 
							 
							