নাজিরাবাদ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে হল ২৫ , গ্রেফতার ওয়াও মোমোর দুই কর্তা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নাজিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকের পর এবার ওয়াও মোমো’র অন্য দুই কর্তাকে গ্রেফতার করল পুলিশ ৷ বৃহস্পতিবার গভীর রাতে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । ধৃতদের নাম মনোরঞ্জন সিট এবং রাজা চক্রবর্তী । পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা মোমো সংস্থার ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদে কর্মরত ছিলেন । অন্যদিকে, এখনও পর্যন্ত ওই গুদামে আগুনে ঝলসে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে ৷ তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে বলেও পুলিশ সূত্রে খবর ৷

এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় ডেকরেটার্স সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করে বুধবার বারুইপুর আদালতে তোলা হয় ৷ সেখানে বিচারক তাঁকে আটদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷ এই ঘটনার একদিন পরেই গ্রেফতার সংস্থার ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার ৷ অগ্নিকাণ্ডের নেপথ্য কারণ জানতে পুলিশ তদন্ত আরও জোরদার করেছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল । এরই মধ্যে এই ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করে পাল্টা বিবৃতি দিয়েছে জনপ্রিয় খাদ্য সংস্থা ‘ওয়াও মোমো’।

সংস্থার তরফে দাবি করা হয়েছে, আগুনের উৎস তাদের গুদাম নয়, বরং পাশের একটি গুদামঘর । অভিযোগ, ডেকরেটার্সের সেই গুদাম ঘরে রাতে অসতর্কভাবে রান্না করা হচ্ছিল ৷ আর সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে তাদের ওয়্যারহাউসে । বিবৃতিতে সংস্থা আরও জানিয়েছে, আনন্দপুরে ভাড়াবাড়িতে থাকা তাদের ওয়্যারহাউসে আগুন লাগে পাশের ডেকরেটরের গুদাম থেকেই । ঘটনার সময় ওয়্যারহাউসে একজন নিরাপত্তাকর্মী এবং দু’জন সাধারণ কর্মী উপস্থিত ছিলেন । ধোঁয়া ও বিধ্বংসী আগুনের জেরে তিনজনেরই মর্মান্তিক মৃত্যু হয় । মৃত কর্মীদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে ওয়াও মোমো জানিয়েছে, প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে । পাশাপাশি পরিবারগুলিকে আজীবন মাসিক বেতনের সমপরিমাণ সহায়তা এবং মৃত কর্মীদের সন্তানদের শিক্ষার সম্পূর্ণ খরচ বহন করার কথাও ঘোষণা করেছে সংস্থা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *