নিউটাউন এনকাউন্টারের জের, সল্টলেকে বাড়ি ভাড়া মিলবে না পুলিশের কোনো অনুমতি ছাড়া
বেস্ট কলকাতা নিউজ : এ বার থেকে পুলিশের অনুমতি নিতে হবে সল্টলেকে বাড়ি ভাড়া নিতে গেলে৷ এই সিদ্ধান্ত নেওয়া হল নিউটাউনে এনকাউন্টারে ২ গ্যাংস্টারের মৃত্যুর ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতেই৷ একটি আলোচনা সভায় ঠিক হয়েছে যে, সল্টলেকে বাড়ি ভাড়া পাওয়া যাবে পুলিশের ছাড়পত্র মিললে তবেই৷
অবশেষে নিরাপত্তা ব্যবস্থ্যা জোরদার করার প্রচেষ্টা শুরু হল নিউটাউনের সাপুরজি আবাসনে এনকাউন্টারের ঘটনার পর৷আবাসিক কমিটিগুলোর তরফে বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে ফাঁক ফোকর থেকে যাওয়ায় যে ঘটনা প্রকাশ্যে এসেছে, তার যাতে পুনরাবৃত্তি না হয় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে জন্যই৷অন্যদিকে একই বিধি চালু করা হয়েছে গেস্ট হাউস এবং হোটেলগুলির ক্ষেত্রেও। হোটেল এবং গেস্ট হাউসগুলিতে যাঁরা থাকতে যাচ্ছেন, পুলিশের কাছে জমা দিতে হবে তাঁদের পরিচয়পত্র এবং তথ্য নিয়ে গিয়ে। যাঁরা আবেদন করেছেন তাঁদের থাকতে দেওয়া যাবে কি যাবে না পুলিশ দ্রুত তথ্য যাচাই করে তা গেস্টহাউসগুলিকে জানিয়ে দেবে।প্রসঙ্গত বিভিন্ন ধরনের অসঙ্গতি ছিল বিধাননগরে গেস্টহাউস এবং বাড়িগুলিতে ভাড়া দেওয়ার ক্ষেত্রে। এবার থেকে বিধান নগর পুলিশ কমিশনাটের আওতাধীন সমস্ত থানায় এর জন্য আলাদা একটি সেল তৈরি করা হয়েছে সেই অসঙ্গতি দূর করতেই ।