সমাধিস্থ দেহ মিলল উন্নাওয়ে নদীর চরে , ক্রমশ বাড়ছে করোনাতঙ্ক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : করোনার সেকেন্ড ওয়েভ চলছে সমগ্র দেশজুড়ে। জনজীবন একরকম বিপর্যস্ত মারণ ব্যাধির থাবায়। এই অবস্থায় গঙ্গা ও যমুনায় গত কয়েকদিন ধরে ভেসে আসা একের পর এক বেওয়ারিশ লাশ সংক্রমণ বিস্তারের আশঙ্কাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ঘটনার মাত্র একদিনের মধ্যে এবার গঙ্গা নদীর চরের দুটি জায়গায় কবর মিলল উত্তরপ্রদেশের উন্নাও জেলায়।তবে, এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি হাজীপুর এলাকার রৌতাপুর গঙ্গার ঘাটে সমাহিত এই মৃতদেহগুলি কোভিড পজিটিভ রোগীদের কি না সেই বিষয়ে। প্রশাসনের তরফে জানানো হয়েছে , তদন্ত করা হবে এ বিষয়ে। নদীর চরে কয়েকটি কবর খুঁজে পাওয়ায় উন্নাওয়ের জেলা ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার থেকে বুধবার পর্যন্ত গঙ্গায় একের পর এক বেওয়ারিশ লাশ ভেসে আসছিল বিহার, উত্তরপ্রদেশ, গাজিপুর এবং বালিয়া জেলায়। যা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে নদীর জল থেকে করোনা সংক্রমণ আরও বেশি করে ছড়িয়ে পড়ার।এদিকে বুধবার বিহারের মন্ত্রী সঞ্জয় কুমার ঝাঁ জানিয়েছেন যে, ৭১ টি মরদেহ পাওয়া গিয়েছে বিহারের বক্সর জেলায় গঙ্গা থেকে। যেগুলি সব উদ্ধার করে শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *