নো পার্কিংয়ে দেদার পার্কিং, শিলিগুড়িতে চলছে অবাধে নিয়ম ভাঙ্গার খেলা
শিলিগুড়ি : নো পার্কিংয়ে চলছে দেদার পার্কিং, শিলিগুড়িতে যেন চলছে অবাধে নিয়ম ভাঙ্গার খেলা। নো পার্কিং লেখা আছে, অথচ সেখানে দাঁড়িয়ে আছে একের পর এক দুই চাকার গাড়ি। বলার কেউ নেই, সকালে রেখে যান সন্ধ্যায় নিয়ে যান। এদিকে প্রশাসনের হুঁশিয়ারি কে পিছনে রেখে বাইক রেখে চলে যাচ্ছেন অনেকেই। যানজট তো এখান থেকেই শুরু, একের পর এক বাইক সারি সারি সাজানো। সন্ধ্যার পরে যেন তা আরো বেড়ে যায়। সময়ের সাথে সাথে শহর শিলিগুড়ি ক্রমশ বড় হচ্ছে, বাড়ছে মানুষ আর বেড়ে যাচ্ছে গাড়ির সংখ্যাও । তাইতো নিয়ম ভাঙ্গা এবং নিয়ম তৈরি করা খেলা চলছে ক্রমাগত।
