নতুন সিদ্ধান্ত কেরল সরকারের ,কনট্যাক্ট ট্রেসিংয়ের কাজে ব্যবহার করা হবে করোনা রোগীদের ফোনের কল রেকর্ড
বেস্ট কলকাতা নিউজ : কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন পিনারাই এক নতুন পদক্ষেপের কথা ঘোষণা করলেন করোনা সংক্রমণ রুখতে। বিজয়ন জানিয়েছেন কোভিড আক্রান্তদের সংস্পর্শে সম্প্রতি কারা এসেছিলেন তা খতিয়ে দেখতে তাঁদের ফোনের কল রেকর্ডও ব্যবহার করা হবে বলেও। কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রীর কথায়, একমাত্র বৈজ্ঞানিক পদ্ধতি এটাই। কোভিড পজিটিভ যাঁদের ধরা পড়বে, রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের মোবাইলের কল রেকর্ড ব্যবহার করার জন্য।
বুধবারের সাংবাদিক বৈঠকে কেরলের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, ‘পুলিশ কখনওই কারও ব্যক্তিগত কোনও বিষয়ে নাক গলাবে না এই কাজ করতে গিয়ে। যা ব্যক্তিগত সুরক্ষিত থাকবে সব কিছুই। এ নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই। কনট্যাক্ট ট্রেসিংয়ের জন্যই কল রেকর্ড কেবল ব্যবহার করা হবে।’ তিনি এও জানিয়েছেন, যাঁর পজিটিভ ধরা পড়ছে তিনি এর মধ্যে কোথায় কোথায় গিয়েছিলেন খুঁজে বের করা হবে তাও।