পরকীয়ায় পথে কাঁটা হয়ে উঠেছিল স্বামী ! প্রৌঢ়কে খুন করলো স্ত্রী ও তাঁর ‘বিশেষ বন্ধু’

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ‘বিশেষ বন্ধু’কে ভালোবেসে তাঁর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন এক গৃহবধূ । কিন্তু পরকীয়ার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন তাঁর স্বামী । অভিযোগ, তাই স্বামীকে সরিয়ে ফেলতে ছক কষেছিলেন ওই গৃহবধূ ও তাঁর ‘বিশেষ বন্ধু’ । কিন্তু শেষ রক্ষা হল না । খুনের দায়ে দু’জনই ধরা পড়লেন পুলিশের হাতে । চরম নক্কারজনক ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়ায় ৷ জানা গেছে অভিযুক্ত গৃহবধূ মৌসুমি বাউড়ি এবং তাঁর বিশেষ বন্ধু অভিরাম বাউড়িকে গ্রেফতার করা হয়েছে । তাঁদের বাড়ি জামুড়িয়ার পরিহারপুরে।

এদিকে শ্রীপুর ফাঁড়িতে সাংবাদিক বৈঠক করে পুরো ঘটনার বিবরণ দেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস ৷ তিনি জানান, জামুড়িয়ার পরিহারপুর বড়বাঁধের কাছে একটি দেহ উদ্ধার হয় । পরে তাঁর পরিচয় জানা যায় । মৃতের নাম সঞ্জয় বাউড়ি (৫৩ ) । তাঁর বাড়ি পরিহারপুরেরই থান্ডার পাড়ায় । একটি ইঁটভাটায় তিনি কাজ করতেন । সঞ্জয় বাউড়ির ময়নাতদন্ত হয় । এরপর মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জামুড়িয়া থানা ও শ্রীপুর ফাঁড়ির পুলিশ মৃতের স্ত্রী মৌসুমী বাউড়ি এবং তাঁর বিশেষ বন্ধু অভিরাম বাউড়িকে প্রথমে আটক করে । পুলিশের দাবি, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা খুনের কথা স্বীকার করেছেন । এরপর তাঁদের গ্রেফতার করা হয় ৷ বুধবার দু’জনকে আসানসোল আদালতে পাঠিয়ে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে ।

এই বিষয় ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, “নিহত সঞ্জয় বাউড়ির শরীরে প্রচুর আঘাতের চিহ্ন ছিল । প্রাথমিক তদন্তেই আমরা বুঝেছিলাম, খুন করা হয়েছে তাকে । এটি প্রেমঘটিত খুন বলেই মনে হচ্ছে ৷ তবে প্রকৃতপক্ষে কীভাবে খুন করা হয়েছে, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে । এছাড়াও ঘটনার তদন্তের জন্য ফরেনসিক এক্সপার্টদেরও সহায়তা নেওয়া হবে ।” এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সঞ্জয় বাউড়ির স্ত্রী মৌসুমির সঙ্গে অভিরামের প্রণয়ের সম্পর্ক ছিল । কিন্তু সামাজিক ও পারিবারিক কারণে দু’জনের বিয়ে সম্ভব হচ্ছিল না । অভিযোগ, সেই কারণেই অভিরাম মৌসুমিকে সঙ্গে নিয়ে সঞ্জয় বাউড়িকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল । সুযোগ বুঝে তাঁরা সঞ্জয়কে খুন করেন বলে অভিযোগ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *