পর্যটকদের জন্য অবশেষে খুলে দেওয়া হচ্ছে বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এক মাসের মধ্যে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে আন্তজার্তিক বাংলাদেশ ভবনের যাদুঘর ৷ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ। তিনি আরও জানান, বিশ্বভারতীর শিক্ষার মান বৃদ্ধি করতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে মূল্যায়নের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ । পাশাপাশি এক বছরের মধ্যে পুরো বিশ্বভারতী সৌরশক্তিতে চালিত হবে, সেই কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানান উপাচার্য ৷

একই সঙ্গে ‘হেরিটেজ’ বিশ্ববিদ্যালয়ের সমস্ত তথ্য ডিজিটাইজ করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলেও জানান বিশ্বভারতীর উপাচার্য ৷ তিনি উপচার্য হিসাবে যোগ দেওয়ার পর অর্থাৎ গত ৬ মাসে কী কী কাজ করেছেন, এদিন সাংবাদিক বৈঠকে তারই খতিয়ান তুলে ধরেন প্রবীর কুমার ঘোষ। পুজোর ছুটির পর এদিন বিশ্বভারতীর কেন্দ্রের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন উপাচার্য প্রবীর কুমার ঘোষ। উপাচার্য হিসেবে বিশ্বভারতীতে তাঁর যোগ দেওয়ার ৬ মাস ইতিমধ্যেই পূর্ণ হয়েছে ৷

জানা গেছে পর্যটকদের জন্য ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ বিশ্বভারতী ক্যাম্পাস খুলে দেওয়া হয়েছে । এবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে আন্তজার্তিক বাংলাদেশ ভবনের যাদুঘরও ৷ আগের মত পর্যটকেরা দুই বাংলার বহু নিদর্শন, নথি, ভাস্কর্য, ছবি, বই, কারুকার্য, ইতিহাস স্বচক্ষে দেখতে পারবেন ৷ বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ বলেন, “বিশ্বভারতীর গরিমা ধরে রাখার সংকল্প প্রথম দিন থেকেই নিয়েছি ৷ ৬ মাসে কী কী কাজ করেছি, সেটাই তুলে ধরলাম ৷ আরও অনেক পরিকল্পনা আছে ৷ ধীরে ধীরে সেগুলি বাস্তবায়িত করব ৷ সকলের সহযোগিতা কামনা করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *