পাণ্ডুয়ায় রেল অবরোধ স্পেশাল ট্রেন বাড়ানো ও টিকিট দেওয়ার দাবিতে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে সরকারের সিদ্ধান্তে লোকাল ট্রেন আপাতত বন্ধ রয়েছে করোনা সংক্রমণের রাশ টেনে ধরে রাখতে। তবে হাওড়া-বর্ধমান লাইনে চালু রয়েছে বেশ কিছু স্টাফ স্পেশাল ট্রেন। সকাল ৬ টায় বর্ধমান থেকে ছাড়ে ডাউন হাওড়া-বর্ধমান স্টাফ স্পেশাল ট্রেন। সাধারণ যাত্রীরা সেই ট্রেনকেই আটকে দেয় পাণ্ডুয়া স্টেশনে৷এদিন সকাল থেকেই তারা বিক্ষোভ দেখায় পাণ্ডুয়ায় ট্রেনটিকে আটকে৷ তাদের আরও দাবি স্পেশাল ট্রেন বাড়াতে হবে অবিলম্বেই। এমনকি ব্যবস্থা করতে হবে নিত্য যাত্রীদের জন্য টিকিট ও মান্থলি টিকিট দেওয়ার। তাহলেই তারা এই অবরোধ তুলে নেবে।
এদিকে ট্রেন চলাচলও অনিয়মিত রয়েছে হাওড়া স্টেশনে জল জমার কারণে৷ সেই সঙ্গে টিকিট দেওয়া বন্ধ করে দিয়েছে পাণ্ডুয়া সহ বিভিন্ন স্টেশনে। তার ফলে যাত্রীরা প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়ছে। সকাল থেকেই পাণ্ডুয়া স্টেশনে সাধারণ যাত্রীরা রেল অবরোধে নামে এর প্রতিবাদেই।তাদের দাবি, নিদিষ্ট সময়ে ট্রেন চালু করতে হবে অবিলম্বে। বাড়াতে হবে এমনকি স্পেশাল ট্রেনের সংখ্যা ৷ সেই সঙ্গে টিকিট দেওয়া চালু করতে হবে টিকিট কাউন্টার থেকেই। এদিকে স্পেশাল ট্রেনের যাত্রীরাও চরম সমস্যার মধ্যে পড়ে এই অবরোধের জেরে।