পুলিশ দিবসে নতুন এক উদ্যোগ জলপাইগুড়ি পুলিশের , আইসির চেয়ারে এক ঘন্টার জন্য বসলেন জলপাইগুড়ির দশম শ্রেণীর ছাত্রী
জলপাইগুড়ি : পুলিশ দিবসে নতুন এক উদ্যোগ জলপাইগুড়ি পুলিশের , আইসির চেয়ারে এক ঘন্টার জন্য বসলেন জলপাইগুড়ির দশম শ্রেণীর ছাত্রী প্রিয়দত্তা গুহ। প্রিয় দত্তা নিজেই জানান যখন আমার কাছে এই প্রস্তাব এসেছিল আমি বুঝতেই পারছিলাম না আমার ঠিক কি কি করা উচিত , বাড়ির লোকেরা পাশে দাঁড়িয়ে মনের জোর বাড়িয়ে দিয়ে আমাকে এই জায়গায় পৌঁছে দিয়ে এলেন। এবং আমি কৃতজ্ঞ আমার বন্ধুদের কাছেও , তারা প্রচুর উৎসাহিত করেছে আমাকে। এদিকে জলপাইগুড়ি পুলিশের এই উদ্যোগকেও বিশেষ স্বাগত জানান জলপাইগুড়ির মানুষও। অনেকেও আবার এও জানান গোটা বাংলায় যখন মানুষ পুলিশের ভূমিকায় হতাশাগ্রস্থ, এবং বিপর্যস্ত পুলিশের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন, সেই সময় জলপাইগুড়ি পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে একটা মহৎ কাজ।

এদিন চেয়ারে বসে বেশ কিছু কাজ দেখে প্রিয় দত্তা জানান এই দায়িত্ব অনেক বড়, আমি জলপাইগুড়ি পুলিশের কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতে যদি কোনদিন এই পদে আসতে পারি তবে আজকের দিনটার কথা আমার মনে থাকবে। জলপাইগুড়ি পুলিশের সকলেই প্রিয় দত্তার প্রশংসা করেন। মাত্র এক ঘণ্টার মধ্যে প্রিয় দত্তা তার প্রতিভা দেখিয়ে দিয়েছেন বলে জানান পুলিশ কর্মীরা।