পুলিশের হাতে গ্রেপ্তার হল খড়িবাড়ির জন্ম এবং মৃত্যু শংসাপত্রের জাল সার্টিফিকেট বিক্রির ঘটনার মূল পান্ডা পার্থ সাহা
শিলিগুড়ি : অবশেষে গ্রেফতার খড়িবাড়ির জন্ম এবং মৃত্যু শংসাপত্রের জাল সাটিফিকেট বিক্রির অভিযোগে মূল পাণ্ডা পার্থ সাহা। দার্জিলিং জেলা পুলিশের অন্তর্গত খড়িবাড়ি থানার পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উক্ত ঘটনার মূল অভিযুক্তর উপর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এদিকে বিজেপি সিবিআই তদন্তের দাবি তোলে । সাম্প্রতিককালে খড়িবারি থানার পুলিশ এই জাল সার্টিফিকেট চক্রের অপর এক ডাটা এন্ট্রি অপারেটরকে গ্রেফতার করেছিল।ধৃতের নাম নবজিৎ গুহ নিয়োগী।এবার গ্রেফতার হয় মূল অভিযুক্ত পার্থ সাহা।এদিন তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।



 
							 
							