প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আক্রান্ত হলেন নোবেল করোনায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গতকাল বিকেলে জানিয়েছিলেন যে তিনি তার শরীরে কোনো রকম করোনা সংক্রমণ হয়েছে কিনা তা সুনিচ্চিৎ করার জন্যই করোনা টেস্ট করেছেন এবং তার পজেটিভ রিপোর্ট এসছে। একটি টুইট বার্তায়, মিঃ মুখার্জি আরও জানিয়েছেন ,গত সপ্তাহে তিনি হোম আইসলেশন এবং কভিড-১৯-এর পরীক্ষা করার জন্য অনুরোধ করেছিলেন তাঁর সংস্পর্শে আসা প্রায় সকলকেই। এই প্রাদুর্ভাবটি প্রভাবিত করেছে দেশের ২২ লক্ষেরও বেশি মানুষকে।

প্রণববাবুর পারিবারিক সূত্রে আরও বলা হয়েছে, স্থিতিশীল তাঁর শারীরিক অবস্থা। তবে চিকিৎসকদের স্বাভাবিক কারণেই উদ্বেগ রয়েছে তাঁর শারীরিক অবস্থা নিয়েও। প্রাক্তন রাষ্ট্রপতির বয়স বর্তমানে ৮৪ বছর। অতীতেও একবার তিনি আক্রান্ত হয়েছিলেন বড় রকমের হৃদরোগে। তা ছাড়া ইদানীং এমনকি বিশেষ ভাল যাচ্ছিল না তাঁর শরীরও। একবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল মাস ছয়েক আগে। কারণ, শরীরে কমে গিয়েছিল হিমোগ্লোবিনের পরিমাণও। তা ছাড়া প্রণববাবুর শরীরের সুগার তথা ডায়াবেটিসের সমস্যাও দীর্ঘ দিনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *