প্রায় ৮০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার হলো মালদায় , গ্রেপ্তার হলো ৩ জন
বেস্ট কলকাতা নিউজ : ফের নিষিদ্ধ ফেনসিডিল পাচারচক্রের হদিশ মিলল মালদায়৷ এই নিয়ে গত তিনদিনে জেলা পুলিশ উদ্ধার করলো ৪৭ হাজার ৫০০ বোতল ফেনসিডিল সিরাপ৷ যার বাজারমূল্য প্রায় ৮০ লাখ ৬০ হাজার ৭২৫ টাকা ৷ এমনকি তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে৷ ৩০ জুন পুলিশ একটি গাড়ি আটক করে পুরাতন মালদার চরকাদিরপুর বাইপাস সংলগ্ন এলাকায় হানা দিয়ে৷ ১০ হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ উদ্ধার করা হয় গাড়ি থেকে৷ গ্রেপ্তার করা হয় জুগনু মাহাত (৪৬ ) ও কৃষ্ণ হালদারকে (৩২ )৷ তারা দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা বলে জানা গেছে৷
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কালিয়াচকের আরও একজনের নাম সামনে আসে৷ হানা দিয়ে গ্রেপ্তার করা হয় আসিরুল শেখ (২১) নামে ওই ব্যক্তিকেও৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে একটি গোডাউনের হদিশ মেলে কালিয়াচকের আলিপুর এলাকায়৷ মালদা থানার পুলিশ কালিয়াচক থানার সহযোগিতায় ওই গোডাউনে হানা দিয়ে উদ্ধার করে ৩৭ হাজার ৫০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ৷