ফের চাকরি হারানোর আশংকা ৮০০-র বেশি অযোগ্য শিক্ষকের, ডিভিশন বেঞ্চে বিচারপতি গাঙ্গুলির নির্দেশকে চ্যালেঞ্জ
বেস্ট কলকাতা নিউজ : নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির গ্রুপ ডির ১৯১১ জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তাঁরা ওই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের কাছে আবেদন করেছেন। অন্যদিকে ওএমআর সিটে কারচুপির অভিযোগে ৮০০-র বেশি শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার নিয়োগ দুর্নীতিতে এসএসসির গ্রুপ ডির যাঁদের চাকরি বাতিল করেছিলেন, তাঁরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, অবিলম্বে ১৯১১ জন গ্রুপ-ডি কর্মীর চাকরির সুপাররিশ প্রত্যাহার করতে হবে। তারপরেই এসএসসি তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে ওই ১৯১১ জনের চাকরির সুপারিশ প্রত্যাহার করে নেয়। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানি। উল্লেখ করা যেতে পারে চাকরি হারানোদের হয়ে মামলায় সওয়াল করছেন প্রবীণ আইনজীবী অরুণাভ ঘোষ। এছাড়াও রয়েছেন পার্থ দেববর্মণ এবং অনিন্দ্য লাহিড়ী।