ফের বড় ধাক্কা কেন্দ্রের, অন্তঃসত্ত্বা সোনালি বিবি-সহ ছ’জনকে অবিলম্বে দেশে ফেরাতে নির্দেশ দেশের শীর্ষ আদালতের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সোনালি বিবি-সহ ৬ জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশ থেকে ফেরানোর মামলায় সুপ্রিম কোর্টে চরম বেকায়দায় পড়লো কেন্দ্র ৷ অবিলম্বে বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবি ও তাঁর সঙ্গে বাংলাদেশে পুশব্যাক হওয়া অন্য পাঁচজনকে অন্তর্বর্তী পদক্ষেপ হিসাবে দেশে ফেরানোর নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত ৷ এদিকে এই রায়কে স্বাগত জানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল ৷ এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে গঠিত বেঞ্চ ৷

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানিতে অন্তঃসত্ত্বা সোনালি বিবি-সহ ছ’জনকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করার নির্দেশ খারিজ করে ৷ একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এক মাসের মধ্যে তাঁদের ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ ৷ এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার ৷ এদিকে নির্ধারিত সময়ের মধ্যে আদালতের নির্দেশ কার্যকর না-করায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে ফের হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল সরকার ৷ আগামী ২৮ নভেম্বর কেন্দ্রকে আদালতে হাজির থেকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ ৷

কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্টে যে মামলাটি করেছিল, এদিন সেই মামলাটি ওঠে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল‍্য বাগচির বেঞ্চে ৷ প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ অন্তর্বর্তী পদক্ষেপ হিসাবে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে সোনালি বিবি-সহ ছ’জনকে বাংলাদেশ থেকে ভারতে ফেরানোর নির্দেশ দিয়েছে ৷ সোনালি বিবি অন্তঃসত্ত্বা এবং বর্তমানে বাংলাদেশে রয়েছেন ৷ এদিনের শুনানিতে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন: “আগামিকাল পর্যন্ত শুনানি মুলতুবি রাখা হোক ৷ আমরা এই মামলার শুনানির জন‍্য প্রস্তুত নই ৷” কিন্তু শীর্ষ আদালত সময় দিতে রাজি হয়নি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *