ফের বন দফতরের বড়সড় সাফল্য, উদ্ধার ১০ কোটি মূল্যের ৪টি হাতির দাঁতের মূর্তি
বেস্ট কলকাতা নিউজ : ফের বন দফতরের আধিকারিকেরা পেল বড়সড় সাফল্য। বন দফতরের আধিকারিকেরা ১০ কোটি টাকা মূল্যের ৪টি হাতির দাঁতের মূর্তি উদ্ধার করল গোপন সূত্রে খবর পেয়ে। জানা গেছে ওই মূর্তি গুলো ভারতে এসেছে বিদেশ থেকে পাচার হয়ে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। হাওড়া বন দফতর ও ওয়াইল্ড লাইফের যৌথ অভিযানে হাতির দাঁতের তৈরি মূর্তিগুলি উদ্ধার হয় হুগলির বেগমপুরের খরসরাই এলাকায়। অভিযানে নারায়ণ মাঝি নামে এক ব্যক্তির কাছ থেকে চারটি দুষ্প্রাপ্য হাতির দাঁতের মূর্তি উদ্ধার করা হয়। তাকে গ্রেফতার করা হয়েছে।
ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, দুষ্কৃতীরা ১০ কোটি টাকা মূল্যের ওই ৪টি মূর্তি বিক্রির ছক কষেছিল । সেই বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছিল নারায়ণ মাঝিকে । প্রসঙ্গত, শিলং থেকে বেশ কিছুদিন আগে এরকমই ৪টি হাতির দাঁতের মূর্তি চুরি গিয়েছিল। যারমধ্যে একটি থাইল্যান্ড ও একটি সাউথ আফ্রিকার হাতির দাঁত দিয়ে তৈরি।খবর সেগুলি পাচার হয়ে এরাজ্যে চলে আসে বলে। এদিকে আধিকারিকদের অনুমান হুগলি থেকে উদ্ধার হওয়া মূর্তিগুলো শিলং থেকে দুষ্কৃতীরা চুরি করে এনেছিল বলে। মনে করা হচ্ছে এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত আছে বলেই ।