ফের স্কুল বাস দুর্ঘটনা, চরম আতঙ্কে শিলিগুড়ির অভিভাবকেরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ফের শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে স্কুল বাস।আর এবার শিলিগুড়ির সেবক রোডে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাসের ধাক্কায় জখম হলেন ২ জন। জানা গেছে, বাসটি দ্রুত গতিতে থাকায় সেবক রোডে পানিট্যাংকি মোড়ের কাছে সিগনাল লাল হয়ে থাকলেও দেখতে না পেয়ে এগিয়ে যায়। সেই সময় বাসটির সামনে চলে আসে ডাকঘরের একটি গাড়ি। সেটির সঙ্গে বাসটির সংঘর্ষ হলে ডাকঘরের গাড়িতে থাকা এক হোমগার্ড গুরুতর জখম হন। তাঁকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধাক্কায় জখম হন এক বাইক আরোহীও। মূহুর্তে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় জনা পনেরো ছাত্রী ছিল। আতঙ্কিত হয়ে পড়ে তারাও। অনেকেই চিৎকার করে কাঁদতে থাকে।

এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটিকে বাজেয়াপ্ত করে। অন্য একটি বাসে করে ছাত্রীদের বাড়িতে পাঠানো হয়। চালককে আটক করা হয়।এর কয়েকদিন আগে শিলিগুড়ির আরও একটি বেসরকারি স্কুল বাসের চাকা খুলে যাওয়ায় সেটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে তখন কেউ জখম হননি। পরপর এই ধরনের দুর্ঘটনায় শহরে স্কুলবাসের চলাচল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *