বটের চারা কার্জন গেটের মাথায়, বর্ধমান শহরের মানুষ প্রতিবাদে সামিল স্থাপত্য নষ্টের আশঙ্কায়
বেস্ট কলকাতা নিউজ : ক্রমশ বটগাছ বেড়ে উঠছে বর্ধমান শহরের ল্যান্ডমার্ক কার্জন গেটের মাথায়। তবে এবার তা নজরে আসতেই শহরবাসী সরব হলেন প্রতিবাদে। বেশ কিছুদিন ধরে একটি বটগাছ ক্রমশ বেড়ে উঠছে কার্জন গেটের মাথায়। তোরণের মাঝে বসানো পরীদের মূর্তির পাশে গাছটি যেভাবে শিকড় ছড়াচ্ছে তাতে এই অনুপম সৌধের ক্ষতি হতে পারে বলেই স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করছেন। কার্জন গেটের মাথায় এই বটগাছটি প্রথম নজরে পরে গৌরব সমাদ্দার নামে বর্ধমান শহরের বাসিন্দা এক যুবকের। তারপরেই তিনি এই বিষয়টি সবাৱ গোচরে আনেন। এরপরেই শহরবাসীদের পক্ষ থেকে দাবি ওঠে সমূলে তুলে ফেলা হোক ওই গাছটিকে। তা না হলে বড় ক্ষতি হয়ে যাবে শহরের প্রাচীন এই ঐতিহ্যের।