বন কর্মীদের এক বিরল সাফল্য, তুকরিয়াঝর থেকে বাগডোগরায় নিরাপদে স্থানান্তর হল হাতির দল
দার্জিলিং : দার্জিলিং জেলার তুকরিয়াঝর রেঞ্জ থেকে বাগডোগরা রেঞ্জে সফলভাবে স্থানান্তরিত হল একদল বন্য হাতি। জানা গেছে বন দফতরের নিখুঁত পরিকল্পনা ও সাহসী পদক্ষেপের কারণেই সম্পন্ন হয় এই দুঃসাহসিক অভিযান। আরো জানা গেছে তুকরিয়াঝরের জঙ্গলে ক্রমশ হাতির সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় ফসলের ক্ষতি ও গ্রামাঞ্চলে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছিল। মানুষ–প্রাণী সংঘাত কমাতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সিদ্ধান্ত নেওয়া হয় হাতির দল স্থানান্তরের। এদিকে চা-বাগানের আঁকাবাঁকা পথ, গর্জন করা নদী ও রেললাইন পেরিয়ে বনকর্মীরা অভিযানে দেখিয়েছেন অসামান্য দক্ষতা ও সমন্বয়। সহায়তায় ছিল বিশেষ প্রশিক্ষিত হাতি স্কোয়াডও ।

মূলত এই অভিযানে মুখ্য ভূমিকা নেন সমীরণ রাজ, সংবর্ত সাধু, সুরাজ মুখিয়া, মনস কান্তি ঘোষ ও প্রমিত লাল। তাঁদের সাহসিকতা ও দায়িত্বশীলতায় প্রশংসিত গোটা বন দফতরও। কার্শিয়াং ডিভিশনের বন আধিকারিকদের মতে, “এটি শুধু হাতি স্থানান্তর নয়, মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ।” এদিকে বর্তমানে হাতির দলটি নতুন জঙ্গলে অভ্যস্ত হয়ে উঠছে, এমনকি তাদের পর্যবেক্ষণে রয়েছেন বনকর্মীরাও।

