বিজেপি সাংসদ রাজু বিস্তার কনভয়ে লক্ষ্য করে ঢিল, পাহাড়ে ফের ছড়ালো চরম উত্তেজনার আবহ
দার্জিলিং: দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার কনভয়ে ঢিল ছোঁড়ার ঘটনায় ফের অশান্তির সুর পাহাড়ে। জানা গেছে এদিন রিম্বিক ও লোধামার ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে সুখিয়াপোখরির মাসধুরা এলাকায় আচমকা কনভয়ের দিকে পাথর ছোড়ার অভিযোগ ওঠে কিছু মানুষের বিরুদ্ধে । কনভয়ের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সাংসদ নিজে বা দলের অন্য কেউ এদিন আহত হননি। এদিকে ঘটনার পর এদিন বিরাট পুলিশবাহিনী মোতায়েন করা হয় সমগ্র এলাকায়। এদিকে এদিন ঘটনার পর রাজু বিস্তা অভিযোগ করে, “পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মধ্যস্থতাকারী নিয়োগ করতেই শান্তি বিঘ্নিত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই কাপুরুষোচিত আক্রমণে আমরা ভীত নই, বরং পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আরও দৃঢ় প্রতিজ্ঞ।”


