বিদ্যুতের কাজ চলাকালীন ইনদৌর এয়ারপোর্ট চত্বরে শিশুর কঙ্কাল উদ্ধার!
বিমানবন্দর (Airport) চত্বর থেকে উদ্ধার শিশুর কঙ্কাল (Child Skeleton)। সোমবার রাতে ইনদৌরের দেবী অহল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনায় চাঞ্চল্য। কী করে সেখানে ওই কঙ্কাল এল? তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে আসে এয়ারোড্রোম থানার পুলিস।
পুলিস সূত্রে খবর, বিমানবন্দরের পিছনের এলাকায় রাতে বিদ্যুতের কাজ চলছিল। সেসময় এক কর্মী সেই স্থানে একটি কঙ্কাল দেখতে পান। সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এক আধিকারিক থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিস।
জিজ্ঞাসাবাদ করায় পুলিস জানতে পারে, বৃষ্টির জল বের করে দেওয়ার জন্য যে গর্ত তৈরি করা হয়েছিল, তার পাশে কঙ্কালটি পড়ে থাকতে দেখা যায়। সাধারণভাবে দেখে মনে হচ্ছে কঙ্কালটি একটি শিশুর। শিশুটির বয়স এক বছরের কাছাকাছি হতে পারে। এরপর কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না। উল্লেখ্য, জানা গিয়েছে, যে এলাকায় কাজ হচ্ছিল সেখানে পূর্বে ঝোপঝাড় ছিল। ফলে সেখানে কীভাবে শিশুর কঙ্কালটি এল তা তদন্ত করে দেখছে পুলিস।