বিধাননগরের পাশাপাশি বর্ধমানেও প্রতারণার জাল মোবাইল টাওয়ার বাসানোর নামে, জেরা করা হলো ধৃতকে
বেস্ট কলকাতা নিউজ : জামালপুর থানার পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিল বাড়ির ছাদে বা লাগোয়া জমিতে মোবাইলের টাওয়ার বসানোর আশ্বাস দিয়ে টাকা হাতানোর অভিযোগে ধৃত সৌরভ দে’কে। উত্তর ২৪ পরগনার সোদপুরের দেশবন্ধু নগরে তার বাড়ি। গত ৫ অক্টোবর বিধাননগরের সাইবার ক্রাইম থানার পুলিশ তাকে গ্রেফতার করে জাল নথিপত্র তৈরি করে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায়। সাইবার ক্রাইম থানা জামালপুরেও এমন প্রতারণায় সৌরভের জড়িত থাকার বিষয়ে জানতে পারে হেফাজতে থাকাকালীনই। সেখান থেকেই বিষয়টি জানানো হয় জামালপুর থানায়।
এরপরেই সৌরভকে জিজ্ঞাসাবাদ করে প্রতারণায় তার জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হন জামালপুর থানার সাব-ইনসপেক্টর সুব্রত মণ্ডল। তারপরেই তদন্তকারী অফিসার তাকে আদালতে পেশের আবেদন জানান গ্রেফতার দেখিয়েই। সেইমতো তাকে পেশও করা হয় বর্ধমান সিজেএম আদালতে। তদন্তকারী অফিসার ধৃতকে ৫ দিন পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানান চক্রের বাকিদের হদিশ পেতে এবং হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারের জন্যও। সিজেএম সুজিতকুমার বন্দ্যোপাধ্যায় সেই আবেদন মঞ্জুরও করেন।