বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এ রাজ্যে তৃতীয় স্থান পেল বিশ্ব র্যাঙ্কিংয়ে
বেস্ট কলকাতা নিউজ : এক নতুন নজির বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রাজ্যস্তরে তৃতীয় স্থানে উঠে এলো ‘দ্য সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’-এ। স্বভাবতই বিশ্ববিদ্যালের উপাচার্য থেকে শরু করে ছাত্রছাত্রীরা বেশ খুশি বিশ্বভারতীর এই গর্বের নজিরে। জানা গিয়েছে, ‘দ্য সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’-এ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঠিক আগের স্থানে রয়েছে যথাক্রমে কলকাতা বিশ্ববিদ্যালয় (CU) এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU)।
দ্য সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভারসিটি র্যাঙ্কিং’পর্যালোচনা করে বিশ্বের দু’হাজার বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে। সেরার সেরা বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া হয় পঠনপাঠন-সহ একাধিক বিষয় খতিয়ে দেখার পরেই। জানা গিয়েছে, ভারত থেকে মোট ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান জায়গা পেয়েছে চলতি বছরে এই সংস্থার র্যাঙ্কিংয়ে।