অবশেষে কমল বাতিল শিক্ষকের সংখ্যা! রায় সংশোধন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :গত শুক্রবারই ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার বিচারপতি মঙ্গলবার সংশোধন করলেন সেই নির্দেশই । ফলে খানিকটা কমল বাতিল শিক্ষকের সংখ্যা। বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন এও বলেছেন, ‘বাতিল শিক্ষকের সংখ্যা খুব সম্ভবত ৩২ হাজারের কাছাকাছি।’

মূলত, গত শুক্রবার চাকরি বাতিলের নির্দেশে মুদ্রণজনিত ভুল বা টাইপোগ্রাফি রয়েছে বলে মামলকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন । তাঁর দাবি ছিল, প্রথমত- রায়ে প্যানেলের সর্বনিম্ন নম্বর লেখা হয়েছে ১৪.১৯১। আসলে তা হবে ১৩.৭৯৬। দ্বিতীয়টি- ৩৬ হাজারের নিয়োগে কোনো ত্রুটি হয়নি। সংখ্যাটা কিছুটা কম। আইনজীবীর সেই দৃষ্টি আকর্ষণের প্রেক্ষিতেই মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংশোধন করেন শুক্রবারের নির্দেশের ।

উল্লেখ্য, গত শুক্রবার নিয়োগে বেনিয়মের অভিযোগে বিচারপতি গঙ্গোপাধ্যায় ২০১৪-র টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ পাওয়া ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন । বাতিলদের মধ্যে অনেকেই ছিলেন অপ্রশিক্ষিত, নিয়োগের পরীক্ষায় বহু পরীক্ষার্থীর অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এবং সংরক্ষণ নীতি মানা হয়নি বলেই চাকরি বাতিল বলে জানিয়েছিলেন বিচারপতি। নির্দেশে এও উল্লেখ রয়েছে, বাতিল শিক্ষক-শিক্ষিকারা আগামী ৪ মাস চাকরি করতে পারলেও তাঁরা বেতন পাবেন পার্শ্বশিক্ষকের হারে। আর এই সময়ের মধ্যে পর্ষদকে শূন্যপদে নতুন নিয়োগ করতে হবে। প্রয়োজনে নিয়োগের অর্থ নিতে হবে ধৃত মানিক ভট্টাচার্যের কাছ থেকে। এদিকে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে আবেদন করেছে। চাকরি হারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *