বিস্ফোরক অভিযোগ আরজি কর হসপিটালে , বেশি টাকা দিয়ে পরীক্ষা হচ্ছে বেসরকারি ল্যাবে, চলছে ব্যাপক অনিয়মও
বেস্ট কলকাতা নিউজ : কিছু বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সরকারি হাসপাতালের ল্যাবরেটরিগুলোকে সাহায্য করার জন্য । অথচ রোগীর পরিবারের অভিযোগ, ওই সংস্থাগুলি তাদের একপ্রকার পরীক্ষা করতে বাধ্য করছে মোটা টাকার বিনিময়। রোগীর বেড থেকে নমুনা সেইসব বেসরকারি সংস্থার ল্যাবরেটরিতে সরাসরি চলে যাচ্ছে। হাসপাতালের কর্মীরাই নাকি যুক্ত রয়েছেন এই কাজে। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভুরি ভুরি অভিযোগ আসছে এই ব্যাপারেও । সেখানে রোগীর পরিবার অভিযোগ করেছেন বেসরকারি সংস্থা ‘প্রোব’-এর বিরুদ্ধে।
সরকারি হাসপাতালের নিয়ম অনুযায়ী, ডাক্তার কোনও পরীক্ষা করানোর কথা লিখে দিলে রোগীর কাছ থেকে সেই নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয় ল্যাবরেটরিতে । সেখান থেকে রোগীর পরিবারের হাতে রিপোর্ট পৌঁছে দেওয়া হয় পরীক্ষা করার পর। তারপর ডাক্তারবাবুরা সেই রিপোর্ট দেখেন । কিন্তু কোনও পরীক্ষা যদি হাসপাতালের ল্যাবরেটরিতে করা সম্ভব না হয়, তাহলে তা সঙ্গে সঙ্গে পাঠানো হয় সেই হাসপাতালেই থাকা বেসরকারি সংস্থার ল্যাবরেটরিতে। যদিও রোগীর পরিবারকে কোনও রকম টাকা দিতে হয় না সেই পরীক্ষার জন্য। টাকা দেয় মূলত হাসপাতাল কর্তৃপক্ষই।