বেশ কিছুদিন বন্ধ থাকবার পর, অবশেষে খুলে গেলো গজলডোবার তিস্তা ব্যারেজ সেতু
জলপাইগুড়ি : বেশ কিছুদিন বন্ধ থাকবার পর অবশেষে খুলে গেলো গজলডোবার তিস্তা ব্যারেজ সেতু। জানা গেছে মাঝে বিভিন্ন কারণে বন্ধ ছিল এই তিস্তা ব্যারেজ সেতু। অবশেষে পথচারী এবং যানবাহন চলাচলের জন্য এদিন থেকে ফের খুলে দেওয়া হল এই তিস্তা ব্যারেজ সেতু। এমনকি এও শোনা যায় পর্যটকদের কাছে প্রচন্ড আকর্ষণীয় এই তিস্তা ব্যারেজ সেতু। এদিকে ওই তিস্তা ব্যারেজ সেতু খুলে যাওয়ার ফলে পাহাড়কে বাদ দিয়েই পুজোর আগে উত্তরবঙ্গ পর্যটন শিল্প জনপ্রিয়তার দোরগোড়ায় পৌঁছে যাবে বলে মনে করছেন দীর্ঘদিন পর্যটনের সাথে যুক্ত থাকা পর্যটন দপ্তরের আধিকারিকরা।
