ভয়াবহ দুর্যোগের কলকাতায় মৃত্যু হল ৫জনের , শহর জলবন্দি হল ভারী বৃষ্টিতে
বেস্ট কলকাতা নিউজ : পুজোর মুখে বানবাসি কলকাতা ৷ রাতভর অতি ভারী বৃষ্টিতে চরম বিপর্যস্ত হল জনজীবন ৷ আজ শহরের প্রায় প্রতিটি রাস্তাই জলের তলায় চলে যায় ৷ শহরের বিভিন্ন এলাকা থেকে ৫ জনের মৃত্য়ুর খবর পাওয়া গিয়েছে। এদিকে মঙ্গলবার কাকভোরে যা বৃষ্টি হয়েছে তাতে একরকম নজিরবিহীন জল দেখল পুজোর শহর। কার্যত পুরো শহরের পথঘাট চলে গিয়েছে জলের তলায়। আর এই দুর্যোগের সকালে কলকাতায় একের পর এক মৃত্যুর খবর মিলছে।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বেনিয়াপুকুর, গড়িয়াহাট, নেতাজিনগর, কালিকাপুর ও একবালপুর থানা এলাকায় ৫ জনের মৃত্যু হয়েছে ৷ তবে মৃ্ত্যুর কারণ নিয়ে লালবাজারের তরফ থেকে এখনও পর্যন্ত কেনও বক্তব্য দেওয়া হয়নি ৷ কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান, মৃত্যুর কারণ সিংহভাগই বিদ্যুৎস্পৃষ্ট ৷ আবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৪ জনের মৃ্ত্যুর খবর নিশ্চিত করেছে ৷ আজ তিনি বলেন, “এখনও পর্যন্ত, শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমরা চার জনের মৃত্যুর খবর পেয়েছি ৷ শহরের বেশিরভাগ অংশ জলমগ্ন এবং কলকাতা পুর কর্পোরেশনের (কেএমসি) কর্মীরা জল নিষ্কাশনের জন্য দিনরাত কাজ করছেন।”মৃ্তরা হলেন, ফিরোজ আলি খান (৫০ ), নেতাজি নগরের প্রাণতোষ কুণ্ডু (৬২ ) এবং একবালপুরের মমতাজ বিবি (৭০ ) এবং গড়িয়াহাটে ব্যক্তির পরিচয় জানা যায়নি ৷