মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড আলিপুরদুয়ারের কলেজ হল্টমোড়ে , ভস্মীভূত হল এমনকি একাধিক দোকান
বেস্ট কলকাতা নিউজ : গতকাল মধ্যরাতে আলিপুরদুয়ারবাসী মুখে পড়েন এক ভয়াবহ অগ্নিকাণ্ডের। আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এমনকি জনবহুল বাজার এলাকার একাধিক দোকানও। আগুন সামলাতে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন।মূলত একটি জমজমাট জনবহুল বাজার রয়েছে আলিপুরদুয়ার শহরের কলেজ হল্ট মোড়ে। রাস্তার একাধারে ফুটপাতে মোবাইল দোকান, একটি ক্যাফেটেরিয়া, ও একাধিক খাবার দোকানের স্টল ছিল। সেখানেই পরপর তিনটি দোকানেই দবদবিয়ে আগুন লেগে যায়। এমনকি বাচ্চাদের একটি স্কুলও ছিল সেই দোকান গুলির পিছনে।তবে তার ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা তা জানা যায়নি।
এদিকে কলেজ হল্ট ব্যবসা সমিতির সভাপতি পরিতোষ বাবুর আরও অভিযোগ,ওই এলাকায় আগুন লাগা নজর পড়তেই তৎক্ষণাৎ ফোন করা হয় দমকল অফিসে। কিন্তু বারবার ফোন ব্যস্ত আসছিল। এমনকি আর ঘুরিয়ে ফোন করা হয়নি। তারপর বাইক নিয়ে দমকল অফিসে গিয়ে খবর দিয়ে আসে এলাকার বাসিন্দারাই।কলেজ হল্ট রেডক্রসের সেক্রেটারি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি জানান, অগ্নিকাণ্ডবসত যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য সাহায্য আশা করছি প্রশাসনিক তরফে। এছাড়া যতটা সম্ভব নাগরিক হিসেবে আমরা সাহায্য করব রেডক্রসের পক্ষ থেকে।যদিও এখন পর্যন্ত আগুন লাগার নির্দিষ্ট কারণটি সামনে আসেনি। আলিপুর দুয়ার বাসীর ঘুম উড়িয়ে দিয়েছে মধ্যরাতে এমনই এক অগ্নিকাণ্ডের ঘটনা।