মহিলাদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয়ে
শিলিগুড়ি : সূর্যসেন মহাবিদ্যালয়ের উদ্যেগে কন্যাশ্রী প্রকল্প নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল।শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয়ে। মহিলাদের নিরাপত্তা এবং তাদের সচেতন করে তুলতে এই শিবিরের আয়োজন করা হয়েছিল।এই শিবিরে যোগ দিয়েছিলেন শিলিগুড়িতে কন্যাশ্রী প্রাপকেরা যারা সূযোগ এবং সুবিধা পাচ্ছেন তারা। এই শিবিরে আলোচনা করা হয় কিভাবে মানুষের কাছে কন্যাশ্রী প্রকল্প নিয়ে কথা বলা এবং এই প্রকল্পের সূযোগ এবং সুবিধার বিষয় গুলি নিয়ে আলোচনা করা। প্রধান আলোচনা করেন শ্রেয়সি ঘোষ এবং শ্রীপর্না রায় যারা কন্যাশ্রী এবং তার সূযোগ এবং ভবিষ্যত নিয়ে আলোচনা করেন।
এদিন সূর্যসেন মহিলা মহাবিদ্যালয়ের কর্মরত তনিমা ঘোষ জানান আমাদের উচিত কন্যাশ্রী নিয়ে সারা বাংলার মানুষের কাছে পৌছে দেওয়া।গ্রাম বাংলাতে অনেক মহিলা এবং মেয়েরা কন্যাশ্রী প্রকল্পের সবকিছু জানলেও তার বিস্তার এখনো হয় নি। আমরা যারা জানি কি কি সুবিধা আছে সেটার সব বিষয় সবার কাছে পৌছে দেওয়া।আমরা সেটা জানি তাই আমাদের কর্তব্য যাতে যত বেশী মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা জানিয়ে যাওয়া। কন্যাশ্রী প্রকল্প একটি আন্তর্জাতিক প্রকল্প তাই এই প্রকল্পের সুবিধাগুলো একেবারে সাধারন মানুষের কাছে পৌছে দিতে হবে। তবেই আমাদের কন্যাশ্রী প্রকল্পের সঠিকভাবে রুপায়ন হবে।এদিন প্রচুর মহিলা এসেছিলেন এই শিবিরে। এই শিবিরে উপস্থিত ছিলেন সূর্যসেন মহাবিদ্যালয়ে পাঠরত ছাত্রীরা।