মাটিগাড়াতে একেবারেই সাধারনভাবে মধ্যাহভোজ শিলিগুড়ির বিধায়কের,এমনকি জানালেন আমি এইরকমই
শিলিগুড়ি : ডাল ভাত এবং সবজী এবং মাছ আজকে দুপুরের খাবার এইভাবে সারলেন শিলিগুড়ির বিধায়ক। জানালেন মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। কিন্তুু সেটা মুখে বললে হবে না,আমাকে করে দেখাতে হবে। আজকে আমি এখানে খেলাম যাতে আমি নিজেকে বোঝাতে পারি আমি একজন সাধারন মানুষ। আমি জনগনের হাত ধরে এসেছি। তবে আমি নিজে খুবই সাধারনভাবে চলাফেরা করি। সাধারন পোশাক পড়ি এবং সাধারন খাবার খাই, যেটা আমি আমার সন্তান এবং স্ত্রীকেও বুঝিয়ে অভ্যাস করতে পেরেছি। আজকে আমি নিজেকে আবার নতুনভাবে খুজে পেলাম। আজকে মাটিগাড়া এবং তার আশেপাশের এলাকায় নিজের রাজনৈতিক কাজে গিয়েছিলেন বিধায়ক। তিনি জানালেন ক্ষিদে পেয়ে যাওয়ায় এইভাবে খেতে বসলাম। আমি খুব ভালোবাসি এইভাবে খেতে। আজকে এখানে খেয়ে তৃপ্তি পেলাম। খুশী হয়ে সবার হাতে বকসিস তুলে দেন বিধায়ক। জানিয়ে গেলেন যাবার সময় তিনি আবার আসবেন। একজন সাধারন মানুষ হয়ে।