মাতৃ সদন কয়েক বছর ধরেই বন্ধ ফরাক্কায়, গজিয়ে উঠছে এমনকি জঙ্গলও
বেস্ট কলকাতা নিউজ : চরম বেহাল দশা। এখন চরম অবহেলার শিকার এমনকি মুর্শিদাবাদের ফরাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদড় মাতৃ সদন। ২০০৩ সালে ফরাক্কা পঞ্চায়েত সমিতির তরফ থেকে এই মাতৃ সদন বানানো হয়েছিল এমনকি স্থানীয় মহিলাদের স্বাস্থ্যের কথা ভেবেই।
কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, এই চাঁদড় মাতৃ সদন বানানোর পর স্থানীয় মহিলারা প্রথম দিকে স্বাস্থ্য পরিষেবা পেলেও এটি বন্ধ রয়েছে মূলত বিগত কয়েক বছর ধরে । নেই কোনও রকমের পরিষেবা। এখন বাচ্চাদের পোলিও টিকা দেওয়া হয় মাঝে মধ্যে। এখানে কোনও ডাক্তার থাকে না । রাত-বিরেতে দরকার পড়লে অনেক দূরে ছুটতে হয় গর্ভবতী মহিলাদের। তাঁরা ভালো পরিষেবার দাবি করেন। স্থানীয় বাসিন্দারা আরও জানান, পরিকাঠামো বেহাল হয়ে পড়েছে মাতৃ সদন বন্ধ থাকায়। একে ঘিরে আবর্জনা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ও গজিয়ে উঠেছে জঙ্গল। অবিলম্বে স্থানীয় মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য এটি চালু করা হোক, এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। তাঁরা জানান, গর্ভবতী মহিলাদের হাসপাতাল নিয়ে যেতে বেগ পেতে হয় রাস্তার অবস্থাও খারাপ হওয়ায়। প্রশাসন যাতে সেদিকে নজর দেয়, তাঁরা সেটাই চান।