মানববন্ধন মানুষের সাথে মানুষের বন্ধন,নিজেদেরই প্রথমে এগিয়ে আসতে হবে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : কলকাতার মানববন্ধন, মানুষের সাথে মানুষের বন্ধন তৈরি হল এদিন। তবে শুধু বন্ধন করলেই হবে না , আমাদের সেভাবে নিজেদের তৈরি করতে হবে যাতে কোন আরজি করের মত ঘটনা আর না ঘটতে পারে। তবেই তো মানুষের উদ্দেশ্য বা মানববন্ধনের উদ্দেশ্য সফল হবে। মানুষ মানুষকে রক্ষা করবে মানুষ মানুষের পাশে দাঁড়াবে , তবেই তো মানুষের উদ্দেশ্য সফল হবে। যারা অপরাধী তারা অপরাধ করেও যাতে কোন ভাবেই পার না পায় এটা দেখতেই আমাদের মানববন্ধন। যেখানে শুধু নিয়ম করলে হবে না , সেটা পালন করতেও জানতে হবে বলে জানান জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি এও বলেন আরজি করার ঘটনা আমাদের সবার চোখ খুলে দিয়েছে। আমাদের সামনে বাস্তব সত্য এনে দিয়েছে, তাই আমরা সমবেতভাবে প্রতিবাদ করে যাচ্ছি। আইন যাতে আইনের মত চলে সেটাও আমাদের দেখতে হবে বলেও জানান জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি আরো বলেন যে চলে গেছে সে তো আর ফিরবে না কিন্তু তার অপরাধ কি ছিল? আমাদের সেই দোষীকে বের করে কঠোর শাস্তি দিতে হবে। তবেই সফল হবে মানববন্ধনের আসল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *