মালবাজারে হাতির সঙ্গে JCB-র জোর ‘লড়াই’! অবশেষে পুলিশ ধরল খোদ চালককেই
বেস্ট কলকাতা নিউজ : জঙ্গল সাফারি করতে বেরিয়েছিলেন পর্যটকরা। জঙ্গলের চারপাশে ঘুরছিল চোখ। কিন্তু ঠিক তখনই ঘটে যায় ঘটনাটা। পর্যটকদের গাড়ি দেখে তেড়ে আসে একটি বুনো দাঁতাল। কিছুদিন আগেই এ ঘটনা ঘটেছিল শ্রীলঙ্কায়। যদিও শেষ পর্যন্ত খালি হাতেই সেই হাতিকে সামলে নিতে দেখা যায় সাফারির গাইডকে। কিন্তু, বাংলায় দেখা গেল একেবারে উল্টো ছবি। দলছুট দাঁতালের উপর উঠল অমানবিক অত্যাচারের অভিযোগ। উত্তরবঙ্গের জঙ্গল ছেড়ে মাঝেমধ্যেই দলছুট হাতি লোকালয়ে ঢুকে পড়ে। মালবাজার মহাকুমার ডামডিম এলাকায় আলাপচাদ জঙ্গল থেকে ঢুকে পড়েছিল একটা হাতি।
কিন্তু, হাতিটি ঢোকা মাত্রই তাকে নানাভাবে উত্যক্ত করতে থাকেন এলাকার বাসিন্দারা। রেগে গিয়ে একটি ওয়াচ টাওয়ারে ধাক্কা মারে হাতিটি। তারপরেও অবশ্য উন্মত্ত জনতার হুঁশ ফেরেনি। জেসিবি নিয়ে এসে উস্কানি দিতে দেখা যায়। আরও রেগে যায় গজরাজ। যদিও ততক্ষণে সে বেশ ক্লান্ত, আহত। ওই অবস্থাতেই আর্থ মুভারটিকে সজোরে ধাক্কা মারতে থাকে। এই ভিডিয়ো ভাইরাল হতেই ব্যাপক শোরগোল পড়ে নাগরিক মহলেও। বন্য প্রাণ বাগে আনতে কেন আর্থ মুভারের ব্যবহার? কার নির্দেশে হল এই কাজ? উঠছে প্রশ্ন। সরব হয়েছেন পরিবেশপ্রেমীরা। মালবাজার থানায় জেবিসির চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ডেপুটেশন যায় মালবাজারের বনদফতরের আধিকারিকের কাছে। অভিযোগ পেয়েই ইতিমধ্যেই জেসিবি-সহ চালককে আটক করে পুলিশ।